ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কুমিল্লায় এনজিও মেলা শুরু

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৯, ৯ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লায় এনজিও মেলা শুরু

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় এনজিও’র কর্মকাণ্ড প্রদর্শনের লক্ষ্যে শুরু হয়েছে তিন দিনব্যাপি এনজিও মেলা।

এনজিওগুলোর সংগঠন এনজিও সমাজের আয়োজনে শনিবার বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাউদ্দিন বাহার।

মেলা উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জেড. এম মিজানুর রহমান, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহিন ইমন, নারী নেত্রী পাপড়ি বসু, এনজিও সমাজের সভাপতি রোকেয়া বেগম শেফালী, সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ অন্যরা। 

এনজিও সমাজের সভাপতি রোকেয়া বেগম শেফালী জানান, জেলায় এনজিওগুলোর সঙ্গে সম্পৃক্ত উপকারভোগীদের উৎপাদিত পণ্য ও সেবা জনগণের কাছে প্রদর্শনের লক্ষ্যে প্রতিবছর এ মেলার আয়োজন করা হয়।

আলোচনা শেষে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন অতিথিরা।

কুমিল্লার নারী উদ্যোক্তা, মহিলা সমিতি, নারী উন্নয়ন সমিতিসহ ৬২টি এনজিও মেলায় অংশ নিচ্ছে। নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য সামগ্রী বুটিকস, তাঁত, জামা কাপড়, ক্রোকারিজ, মাটির তৈরি পণ্য সামগ্রী ও উৎপাদিত খাদ্য সামগ্রী নিয়ে মেলায় অংশ নিয়েছে প্রতিষ্ঠানগুলো।

মেলা চলবে আগামী সোমবার পর্যন্ত।



রাইজিংবিডি/কুমিল্লা/৯ মার্চ ২০১৯/জাহাঙ্গীর আলম ইমরুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়