ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৫, ২৯ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় বিজিবির সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। নিহতরা হলেন-রুবেল ও সেলিম।

মঙ্গলবার রাত দেড়টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের পৌর এলাকার নাটাপাড়ায় এ ঘটনা ঘটে।

এদিকে একই রাতে কুমিল্লার বৌয়ারা বাজার সীমান্ত এলাকায় বিজিবি ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিজিবি ১০ এর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর দক্ষিণ উপজেলার মান্দারী কবরস্থান এলাকায় অবস্থান নেয়। এসময় সীমান্ত এলাকা দিয়ে মাদক ব্যবসায়ীরা ইয়াবাসহ বাংলাদেশে প্রবেশ করছিলেন। তারা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে গুলি করে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে।  এসময় অন্যরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি। তাদের কাছ থেকে ৩ হাজার ৭৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আহত মাদক ব্যবসায়ীরা হলেন-নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ওয়ালি উল্লার ছেলে মো. বকুল মিয়া (৪৩), ও কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার রসুলপুর গ্রামের আবদুল মোন্নাফের ছেলে মো. আবদুল করিম (৩৭)।



রাইজিংবিডি/কুমিল্লা/২৯ মে ২০১৯/জাহাঙ্গীর আলম ইমরুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়