ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কুমিল্লায় ৪ পরিবহনের সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ৪ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লায় ৪ পরিবহনের সংঘর্ষ, নিহত ২

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় চারটি পরিবহনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই যাত্রী নিহত হয়েছে।

শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলা পরিষদ সংলগ্ন মল্লিকা ফিলিং স্টেশনের সামনে পরিবহনগুলোর মধ্যে সংঘর্ষ ঘটে।

নিহত সাজেদুর রহমান সান্টু (৩৮) কুমিল্লা নগরীর পশ্চিম বাগিচাগাঁও এলাকার আবদুল মান্নানের ছেলে এবং রহিম মানিক (৪০) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাবুই হাট এলাকার ছলিম উল্লার ছেলে।

সদর দক্ষিণ উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. ফরিদ জানান, মল্লিকা ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাক লিংক সড়কে মোড় নেয়ার সময় দ্রুতগতিতে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের বাস তাতে ধাক্কা দেয়। তখন পিছন থেকে আসা শান্তি পরিবহনেরে একটি বাস হানিফ পরিবহনের বাসে ধাক্কা দিয়ে পরে শাপলা পরিবহনের একটি বাসে ধাক্কা দেয়। চার পরিবহনের সংঘর্ষে হানিফ এবং শাপলা পরিবহনের বাস দুটি রাস্তার বাইরে পড়ে যায়।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মামুনুর রশিদ জানান, চার পরিবহনের সংঘর্ষে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন যাত্রী।

পুলিশ আহতের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। মহাসড়কে যানজট সৃষ্টির পূর্বে দুর্ঘটনা কবলিত গাড়িগুলোকে সরিয়ে ফেলা হয়েছে।


কুমিল্লা/জাহাঙ্গীর আলম ইমরুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়