ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুষ্টিয়ায় হাসপাতালে দালালের কারাদণ্ড

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ২৩ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় হাসপাতালে দালালের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় পারভেজ নামের এক দালালকে আটক করে ২৮ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে দুদকের কুষ্টিয়া কার্যালয়ের উপ-পরিচালক জাকারিয়া হোসেন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের তত্ত্বাবধানে অভিযান চালানো হয়।

অভিযানকালে হাসপাতালে নোংরা পরিবেশ, জেনারেটর থাকলেও সংযোগ না থাকায় অপারেশন না হওয়া ও এক্সরে মেশিন নষ্টসহ বেশকিছু অব্যবস্থাপনা দেখা যায়। দুদক ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এসব অব্যবস্থাপনা ও অনিয়ম দূর করতে হাসপাতাল কর্তৃপক্ষকে সাত দিন সময় বেঁধে দেন।

দুদকের উপ-পরিচালক জাকারিয়া হোসেন বলেন, ‘হাসপাতালকে দালালমুক্ত করার উদ্দেশ্যে পরিচালিত অভিযান টের পেয়ে দালাল চক্র পালিয়ে যায়। ওই হাসপাতালের এক চিকিৎসকের স্ত্রীর মালিকানাধীন বেসরকারি ক্লিনিক নিউ ডি সানের এক দালালকে আটক করে ২৮ দিনের কারাদণ্ড দেয়া হয়।


রাইজিংবিডি/কুষ্টিয়া/২৩ জুলাই ২০১৯/কাঞ্চন কুমার/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়