ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কৃষিই অর্থনীতির প্রধান হাতিয়ার: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ১১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কৃষিই অর্থনীতির প্রধান হাতিয়ার: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষিই এ দেশের কৃষ্টি, অর্থনীতির প্রধান হাতিয়ার।

বুধবার রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটউশনে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, এক সময় বাংলাদেশের বাজেটের ১৫-২০ শতাংশ বিদেশি সাহায্য নির্ভর ছিল। বর্তমানে তা ২ শতাংশের নিচে নেমে এসেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ক্ষেত্রে পুষ্টিমানের বিষয়টি অগ্রগণ্য।

বিগত দশকে পোল্ট্রি ও ডেইরি খাতে অভাবণীয় সাফল্য এসেছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, আমিষের চাহিদা মেটাতে দুধ, মাছ, মাংস ও ডিম উৎপাদন দেশে বহুগুণ বেড়েছে।

কৃষিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবার আগে পড়ে শস্য জাতীয় ফসল, মাছ ও প্রাণিজ সম্পদ খাতে। এসব খাতে ব্যাপক সাফল্য আসলেও যেকোনো সময় তা ম্লান হতে পারে। এমডিজির অধিকাংশ লক্ষ্য অর্জন করেছি ঠিক একইভাবে এসডিজিও অর্জন করবো।

তিনি বলেন, দেশে মাথাপিছু আয় বাড়াতে কৃষিকে আধুনিকায়ন ও কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে রপ্তানি বৃদ্ধি, শিল্প প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টি করা হবে।

মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মণ্ডলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান।


ঢাকা/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়