ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

কেনিয়ায় হোটেলে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ১৫

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৯, ১৬ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেনিয়ায় হোটেলে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি বিলাসবহুল হোটেলে সন্দেহভাজন জঙ্গিরা ভয়াবহ হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।

নাইরোবির ওয়েস্টল্যান্ড জেলায় ‘দুসিতডি২’ হোটেলে মঙ্গলবার বন্দুকধারীরা এ হামলা চালায়। হোটেল সংলগ্ন এলাকায় কয়েকটি কার্যালয়ও রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় কেনিয়ার কর্মকর্তারা জানান, জঙ্গিদের অবরোধ ও জিম্মি সংকটের সমাপ্তি ঘটেছে। তবে বুধবার প্রথম প্রহরেও সেখানে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নিরাপত্তা বাহিনী এখনো তাদের অপারেশন চালিয়ে যাচ্ছে।

সোমালিয়াভিত্তিক জঙ্গি সংগঠন আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।

কেনিয়ার পুলিশ সূত্র জানায়, হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক সংখ্যা সরকার কর্তৃক নিশ্চিত করা হয়নি।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টায় জঙ্গিদের এ হামলা শুরু হয়। চারজন বন্দুকধারী হোটেল কমপ্লেক্সের সামনে পার্কিংয়ে থাকা গাড়িতে বোমা ছুঁড়ে বিস্ফোরণ ঘটিয়ে হামলার সূত্রপাত ঘটায়। এরপর তারা হোটেল লবিতে প্রবেশ করে। এ সময় এক হামলাকারী আত্মঘাতী হামলা চালায়।

হোটেল কমপ্লেক্সের পাশের একটি ভবনে কাজ করতে থাকা এন নারী বলেন, ‘আমি মাত্র গুলির শব্দ শোনা শুরু করেছি। এমন সময় দেখি, লোকজন হাত উপরে তুলে আত্মসমর্পণের ভঙ্গিমায় দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে।’

নিরাপত্তা বাহিনীর ফুটেজে দেখা যায়, কমপক্ষে চারজন হামলাকারী ভারী অস্ত্রশস্ত্রসহ নিয়ে গুলি ছুঁড়তে ছুঁড়তে এগিয়ে যাচ্ছে। কিছু দিন আগে তাদেরকে ওই হোটেল এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে।

হোটেল কমপ্লেক্স এলাকায় এখনো অনেক বেসামরিক লোক আটকা পড়ে আছে এবং অনেকেই লুকিয়ে থেকে আত্মীয়-স্বজনদের খুদে বার্তা পাঠাচ্ছে।

নিহতের মধ্যে একজন মার্কিন নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

হামলাকারীদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো অস্পষ্ট।

তথ্য : বিবিসি





রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৯/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়