ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কোটি টাকার মোবাইল ফোনসহ ৫ ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ৯ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোটি টাকার মোবাইল ফোনসহ ৫ ব্যবসায়ী গ্রেপ্তার

খুলনায় ছয়টি মোবাইল ফোনের দোকানে র‌্যাব-৬’র সদস্যরা অভিযান চালিয়ে ক্রয়ের কাগজপত্র দেখাতে না পারায় ১৭৯টি মোবাইল ফোন আটক করেছে। এ সময় পাঁচ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার বিকেলে ৫টা থেকে গভীর রাত পর্যন্ত নগরীর নিউমার্কেটে অভিযান চালিয়ে কোটি টাকার ওই মোবাইল ফোন আটক ও তাদের গ্রেপ্তার করা হয়।

অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার- নগরীর খালিশপুর হাউজিং স্টেট এলাকার নাজমুল হকের ছেলে আমিনুল ইসলাম রনি (৩৫), সোনাডাঙ্গা আবাসিক এলাকার শামসুল হকের ছেলে আসলাম (২৫), খালিশপুর নতুন রাস্তা মোড় এলাকার হালিম শেখের ছেলে রাসেল শেখ (২৫), খুলনা সদর থানার ৮৮ ট্যাঙ্ক রোডের দাউদ হাসানের ছেলে মিরাজ হাসান ও নগরীর দৌলতপুর রেলিগেটের বাদল বাড়ৈর ছেলে রতন বাড়ৈ (২২)।

গ্রেপ্তারদের নগরীর সোনাডাঙ্গা থানায় হস্তান্তর এবং মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-৬’র স্পেশাল কোম্পানি কমান্ডার তোফাজ্জেল হোসেন জানান, অভিযুক্তরা বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে কর ফাঁকি দিয়ে মোবাইল ফোন এনে কম দামে বিক্রি করছে; যার ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।


খুলনা/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়