ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কোরবানির দ্বিতীয় দিনের শতভাগ বর্জ্য অপসারণ

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ৩ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কোরবানির দ্বিতীয় দিনের শতভাগ বর্জ্য অপসারণ

ঢাকা দক্ষিণে বর্জ‌্য অপসারণে ব‌্যস্ত পরিচ্ছন্নতাকর্মীরা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে ঈদুল আজহার দ্বিতীয় দিনের (২ আগস্ট) কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের রাইজিংবিডিকে জানান, ঈদের দ্বিতীয় দিন রাত ১২টার মধ্যে শতভাগ বর্জ‌্য অপসারণ করা হয়েছে। এদিন ২ হাজার ৩২৮ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়।

ডিএসসিসি এলাকায় ঈদের প্রথম ও দ্বিতীয় দিন মিলিয়ে ১১ হাজার ১৯৮ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। ৩ হাজার ৩৯১টি ট্রিপের মাধ্যমে ডিএসসিসি এলাকার বর্জ‌্য মাতুয়াইলের ভাগাড়ে (ল্যান্ডফিল) নেওয়া হয়।

ঢাকা/আসাদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়