ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কোহলিকে সরিয়ে স্মিথের রাজত্ব পুনরুদ্ধার

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ৩ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোহলিকে সরিয়ে স্মিথের রাজত্ব পুনরুদ্ধার

স্টিভেন স্মিথ

ক্রীড়া ডেস্ক : দুই টেস্টে দুই জয়ে তার দল উঠেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে। মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলে বিরাট কোহলি নিজে হয়ে গেছেন ভারতের সবচেয়ে সফলতম টেস্ট অধিনায়ক। তবে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন ভারত অধিনায়ক। তাকে সরিয়ে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।

জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোমবার শেষ হওয়া দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৭৬ রানের পর দ্বিতীয় ইনিংসে গোল্ডেন ডাক মারেন কোহলি। তাতে তার পয়েন্ট কমে হয়েছে ৯০৩। মঙ্গলবার আইসিসির প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে কোহলির চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে উঠেছেন স্মিথ।

২০১৫ সালের ডিসেম্বরে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন স্মিথ। বল টেম্পারিং কেলেঙ্কারিতে এক বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকার সময় ২০১৮ সালের আগস্টে তিনি শীর্ষস্থান হারান, শীর্ষে উঠে যান কোহলি।

নিষেধাজ্ঞা কাটিয়ে এবারের অ্যাশেজ দিয়ে ১৬ মাস পর স্মিথ ফেরেন টেস্ট ক্রিকেটে। আর প্রত্যাবর্তনের টেস্টেই করেন জোড়া সেঞ্চুরি। পরের টেস্টে প্রথম ইনিংসে করেন ৯২। সেই টেস্টে জোফরা আর্চারের বাউন্সারে মাথায় আঘাত পাওয়ায় হেডিংলিতে তৃতীয় টেস্টে খেলতে পারেননি প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক।

সুস্থ হয়ে বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হতে যাওয়া চতুর্থ টেস্টে ফিরছেন স্মিথ। তার সামনে তাই র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আরো সুসংহত করার সুযোগ। 

কোহলি আবার স্মিথকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ পাবেন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে, যেটি শুরু হবে আগামী ২ অক্টোবর।

ভারতের ব্যাটসম্যানদের মধ্যে অজিঙ্কা রাহানে শীর্ষ দশে ফিরেছেন, চার ধাপ এগিয়ে আছেন সাত নম্বরে। হনুমা বিহারী ৪০ ধাপ এগিয়ে আছেন ৩০তম স্থানে।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা পাঁচে উঠেছেন ভারতের জাসপ্রিত বুমরাহ ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। বুমরাহ জ্যামাইকা টেস্ট শুরু করেছিলেন সাত নম্বরে থেকে, হোল্ডার ১১ নম্বরে। প্রথম ইনিংসে ২৭ রানে ৬ উইকেট নেওয়া বুমরাহ তিনে ও ৭৭ রানে ৫ উইকেট নেওয়া হোল্ডার চার নম্বরে আছেন এখন।


রাইজিংবিডি/ঢাকা/৩ সেপ্টেম্বর ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়