ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কোহলির ৪৫ মিনিটের আক্ষেপ

মো. নুরুল আমিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫১, ১১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোহলির ৪৫ মিনিটের আক্ষেপ

ক্রীড়া ডেস্ক: গ্রুপ পর্ব পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থেকে শেষ করা ভারত আর টানা তিন ম্যাচ হারা নিউজিল্যান্ড। তার উপর আবার স্কোর বোর্ডে মাত্র ২৩৯ রান। ভারত ব্যাট করতে নামার আগে নিউজিল্যান্ডের পক্ষে বাজি ধরার লোক হয়তো খুব বেশি ছিল না। কিন্তু বোল্ট, হেনরিদের গতি আর সুইং এর তোপে ৫ রানেই সাজঘরে প্রথম তিন ভারতীয় ব্যাটসম্যান। ধোনি আর জাদেজায় সে ধাক্কা কিছুটা সামাল দিলেও পেরে উঠেনি ভারত। ১৮ রানে কোহলিদের হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।

ম্যাচ শেষে তাই সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত ভারতীয় দলপতি বিরাট কোহলি। পুরো সংবাদ সম্মেলনেই ঘুরিয়ে ফিরিয়ে আক্ষেপ করলেন ৪৫ মিনিটের। বাজে ক্রিকেটের ৪৫ মিনিট। যে সময়ে বোল্ট, হেনরির তোপে তাসের ঘরের মত উড়ে গেছে দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় টপ অর্ডার।

“এটা খুবই হতাশাজনক যখন আপনি এত ভালো ধারাবাহিক ক্রিকেট খেলবেন পুরো টুর্নামেন্টে আর তারপর মাত্র ৪৫ মিনিটের বাজে ক্রিকেট আপনাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিবে।“

ৎ“ এটা মেনে নেয়া খুব কষ্টকর। কিন্তু নিউজিল্যান্ড এটা ডিজার্ভ করে কারন ওরা আমাদেরকে অনেক চাপে রেখেছিল এবং গুরুত্বপূর্ন মুহূর্তগুলোয় আমাদের চেয়ে ভালো ছিল।“

“আমার মনে হয় আমরা বোলিং এ খুবই ভালো করেছি। আমরা যা চেয়েছিলাম তাই করতে পেরেছি, নিউজিল্যান্ডকে কম রানে আটকাতে পেরেছি। কিন্তু ওরা বোলিং এর প্রথম আধা ঘন্টায় যেভাবে বল করেছে, এটিই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে।“

 

রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৯/নুরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়