ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ক্রিকেট খেলতে গিয়ে চট্টগ্রামে প্রাণ গেল কিশোরের

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২২, ৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্রিকেট খেলতে গিয়ে চট্টগ্রামে প্রাণ গেল কিশোরের

নিহত ফয়সালের বাবা মায়ের আহাজারি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর কলেজিয়েট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলা সময় ক্রিকেট স্টাম্পের আঘাতে ফয়সাল (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। রোববার বিকেলে খেলার সময় প্রতিপক্ষের একজন ব্যাটসম্যান আউট হয়।

আউট হওয়ার বিষয়টি তার মনোপুত না হওয়ায় রেগে যায়। পরে স্টাম্প ছুড়ে মারে ফয়সালের দিকে। সেই স্টাম্প ফয়সালের মাথা ও ঘাড়ে মারাত্মকভাবে আঘাত করে। আহত হওয়ার পর পরই ফয়সালকে হাসপাতালে নেওয়া হয়। রাতে তার মৃত্যু হয়।

স্টাম্পের আঘাতে কিশোর নিহত হওয়ার ঘটনায় সোমবার নগরীর সদরঘাট থানায় মামলা হয়েছে। এই ঘটনায় সদরঘাট থানা পুলিশ আরাফাত নামে এক কিশোরকে গ্রেফতার করেছে। রোববার গভীর রাতে নিহত কিশোর ফয়সালের বাবা বাদি হয়ে সদরঘাট থানায় পুত্র হত্যার ঘটনায় মামলা দায়ের করেন।

সদরঘাট থানার এস আই মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, ‘রোববার সন্ধ্যায় কলেজিয়েট স্কুল মাঠে ক্রিকেট খেলার সময় টিমের সহযোগী কিশোর আরাফাত ফয়সালের দিকে স্ট্যাম্প ছুঁড়ে মারলে স্টাম্পটি ফয়সালের মাথায় লাগে। এতে ফয়সাল গুরুতর আহত হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই ফয়সালের মৃত্যু হয়। এ ব্যাপারে ফয়সালের বাবা বাদি হয়ে সদরঘাট থানায় মামলা দায়ের করলে স্টাম্প নিক্ষেপকারী কিশোর আরাফাতকে গ্রেফতার করে পুলিশ।’



রাইজিংবিডি/চট্টগ্রাম/০৬ ফেব্রুয়ারী ২০১৭/রেজাউল/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়