ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কয়লাবিদ্যুৎকেন্দ্র নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২১, ২ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কয়লাবিদ্যুৎকেন্দ্র নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

সংঘর্ষে আহত কয়েকজন (নিচের সারিতে)

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালীতে নির্মিতব্য কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে সংঘর্ষে আহত মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি মারা গেছেন।

বুধবার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ  জহিরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার বিকেলে বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে মতবিনিময় সভা আহ্বান করা হয়। সভা চলাকালে সন্ধ্যার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে মোহাম্মদ আলী এবং মোহাম্মদ ইউনুছ নামের দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে রাতে মোহাম্মদ আলী মারা যান।

 





রাইজিংবিডি/চট্টগ্রাম/২ ফেব্রুয়ারি ২০১৭/রেজাউল/উজ্জল/এএন

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়