ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খালেদা-তারেকের বিরুদ্ধে সাক্ষ্য ২৯ জানুয়ারি

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৫, ১০ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালেদা-তারেকের বিরুদ্ধে সাক্ষ্য ২৯ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ২৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

ড্যান্ডি ডাইং কোম্পানির ঋণ খেলাপির ওই মামলায় মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া সাক্ষ্য গ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন। ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক নাসরিন জাহান সময়ের আবেদন মঞ্জুর করে এদিন ঠিক করেন।

মামলাটিতে গত ২২ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তারেক রহমানসহ ১৬ আসামির বিরুদ্ধে ইস্যু গঠন করেন একই আদালত।

ড্যান্ডি ডাইং কোম্পানির ৪৫ কোটি টাকা খেলাপিঋণের ওই মামলায় এর আগে মামলার আসামি হিসেবে থাকা আরাফাত রহমান কোকো মারা যাওয়ায় ২০১৫ সালের ১৬ মার্চ একই আদালত খালেদা জিয়া, কোকোর স্ত্রী ও সন্তানদের আসামি হিসেবে পক্ষভুক্ত করেন।

২০১৩ সালের ২ অক্টোবর ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলাটি করেন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণ খেলাপির অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৭/মামুন খান/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়