ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খালেদার মুক্তির জন্য ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না : ফখরুল

তানভীর হাসান তানু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৭, ১৪ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালেদার মুক্তির জন্য ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না : ফখরুল

ঠাকুরগাঁও সংবাদদাতা : দুর্নীতির দায়ে কারাগারে থাকা খালেদা জিয়ার মুক্তির বিষয়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার ‘প্রশ্নেই ওঠে না’ বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব-উল আলম হানিফের বক্তব্যের জবাব দিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকার দেশের উন্নয়ন, আয়, স্থিতি বেশি বেশি দেখিয়ে উন্নয়নের রোল মডেলের নামে মানুষের সঙ্গে প্রতারণা করার কৌশল হাতে নিয়েছে।

তিনি বলেন, সরকার সাধারণ মানুষের উপর ট্যাক্স বসিয়ে চলেছে। এতে ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ হচ্ছে না। এবার চামড়া ব্যবসায় ধস নেমেছে। সরকারের সিদ্ধান্তহীনতায় গোটা অর্থনীতির উপর বিপর্যয় নেমে এসেছে।

এ সরকারকে পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেয়ার দাবি জানান বিএনপির মহাসচিব।

তিনি বলেন, এটা নির্বাচিত সরকার না হওয়ায় দীর্ঘ সময়ের জন্য দেশের ক্ষতি করছে। রাষ্ট্র, সমাজ ও অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে ফেলেছে। এ পথ থেকে মুক্তির একটাই পথ খালেদা জিয়ার মুক্তি দেয়া।

 

রাইজিংবিডি/ঠাকুরগাঁও/১৪ আগস্ট ২০১৯/তানভীর হাসান তানু/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়