ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খালেদার মুক্তির বিষয়ে নিরাশ মঈন খান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ১৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালেদার মুক্তির বিষয়ে নিরাশ মঈন খান

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে নিরাশ দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

রোববার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সভায় মঈন খান তার হতাশা ও উদ্বেগ প্রকাশ করেন।

মঈন খান বলেন, দেশের মানবাধিকার পরিস্থিতির যে বাস্তবতা, তাতে আমার বিশ্বাস হয় না, বেগম জিয়াকে মুক্ত করতে পারব। এটাই বাস্তবতা, কঠিন সত্যি। বর্তমানে দেশের মানবাধিকার পরিস্থিতি কী, তা পর্যালোচনা করেই আমাদের ঠিক করতে হবে, আমরা কীভাবে বেগম জিয়াকে মুক্ত করব।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া সবচেয়ে ক্ষমতাশালী নেত্রী। তাকে সরকার ভয় পায়। কারণ, তার সঙ্গে দেশের ১৭ কোটি জনগণ আছে।

সিটি নির্বাচনে মানুষ সরকারকে প্রত্যাখান করেছে বলেও মন্তব্য করেন মঈন খান।

সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে রেখা হয়েছে। আমি বিএনপির সঙ্গে আছি। আমি শুধু দেখতে চাই, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি কী কর্মসূচি দিতে পারে।

গণতন্ত্র ফোরাম আয়োজিত এ সভায় আরো বক্তব্য রাখেন ভিপি ইব্রাহিম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম প্রমুখ।

 

ঢাকা/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়