ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

খুনিদের সঙ্গে সংলাপ নয় : তোফায়েল

ফয়সল বিন ইসলাম নয়ন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ১৯ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুনিদের সঙ্গে সংলাপ নয় : তোফায়েল

ভোলা সংবাদদাতা : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিএনপির উদ্দেশে বলেছেন, ‘‘তারা এখন সংলাপ চায়। কিসের সংলাপ? কার সঙ্গে সংলাপ? খুনিদের সঙ্গে সংলাপের প্রশ্নই ওঠে না। নির্বাচন হবে সংবিধান অনুসারে।’’ 

রোববার দুপুরে ভোলা সরকারি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘‘২০১৪ সালে শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গণভবনে দাওয়াত দিয়েছিলেন সংলাপ করার জন্য। কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছিলেন। খালেদা জিয়ার ছেলে কোকোর মারা যাওয়ার পর খালেদা জিয়ার কার্যালয়ে আমাদের নেত্রী গিয়েছিলেন। কিন্তু তারা মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিলেন।’’

তিনি আরো বলেন, ‘‘২০১৪ সালে বিএনপি নির্বাচন না করে ভুল করেছে। আবার যদি নির্বাচন না করে, সেটা হবে বিএনপির রাজনৈতিক আত্মহত্যার সামিল। এই দলের অস্তিত্ব ভবিষ্যতে কেউ খুঁজে পাবে না।’’

ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভিন আকতারের সভাপতিত্বে তোফায়েল আহমেদ আরো বলেন, ‘‘পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারেনি। খুনি মোস্তাক, খুনি জিয়া বঙ্গবন্ধুকে হত্যা করেছে। কিন্তু যত দিন আকাশ বাতাস থাকবে, তত দিন বাঙালির মনি কোঠায় বঙ্গবন্ধু থাকবে।’’ 

তিনি বলেন, যারা বঙ্গবন্ধুকে খুন করেছে, তাদের জিয়াউর রহমান বিভিন্ন দেশে চাকরি দিয়েছেন। তার স্ত্রী খালেদা জিয়া খুনিদের সংসদ সদস্য করেছেন।

এর আগে মন্ত্রী ভোলা সরকারি কলেজের প্রশাসনিক ভবন ও হোস্টেল উদ্বোধন করেন। পরে তিনি ভোলা সদর উপজেলা পরিষদের আয়োজনে মাধ্যমিক ও দাখিল পর্যায়ের দরিদ্র ও মেধাবী ২৬৭ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা বৃত্তি দেন।



রাইজিংবিডি/ভোলা/১৯ আগস্ট ২০১৮/ফয়সল বিন ইসলাম নয়ন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়