ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

খুলনার দ্বিতীয় ম্যাচেও খেলবেন মাশরাফি

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ১৮ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনার দ্বিতীয় ম্যাচেও খেলবেন মাশরাফি

মাশরাফি বিন মুর্তজা। ছবি: মিলটন আহমেদ

আব্দুল্লাহ এম রুবেল : ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লিগ মাঠে গড়ানোর মাত্র চারদিন আগে এই প্রতিযোগিতায় খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। উদ্দেশ্য, দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজের আগে নিজেকে ঠিকভাবে প্রস্তুত করা।

গত শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তিন বছর পর ফের বড় পরিসরের ক্রিকেটে খেলতে নামেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি। তখনো পর্যন্ত কয়টি ম্যাচ খেলবেন, সে সিদ্ধান্ত নিতে পারেননি। তবে সোমবার প্রথম ম্যাচ শেষে দ্বিতীয় ম্যাচেও খুলনার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

ম্যাচ শেষে মাশরাফি নিজেই এ প্রতিবেদককে পরের ম্যাচে খেলার কথা নিশ্চিত করেছেন। পরে খুলনার কোচ এমদাদুল বাশার রিপনও পরের ম্যাচে মাশরাফি খেলবেন বলে জানান। আগামী ২২ সেপ্টেম্বর একই মাঠে খুলনা নিজেদের দ্বিতীয় ম্যাচে বরিশাল বিভাগের মুখোমুখি হবে।

অবশ্য দীর্ঘদিন পর ফিরে প্রথম ম্যাচেই নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন মাশরাফি। প্রথম ইনিংসে ১৪.৩ ওভার বল করে একটি উইকেট নিয়েছেন। আর দ্বিতীয় ইনিংসে তার বোলিংয়ে ছিল চমকে ভরা। মাত্র ৪ ওভারের ছোট্ট স্পেলে রীতিমতো ঝড় তুলেছেন রংপুরের ব্যাটিং সাইডে। এ সময় প্রতিপক্ষের তিন ব্যাটসম্যনকে প্যাভিলিয়ানের পথ দেখিয়েছেন তিনি। 

পরের ম্যাচেও এমন মাশরাফিকে দেখতে চান খুলনার কোচ এমদাদুল বাশার রিপন, ‘মাশরাফি দলে থাকা মানেই বাড়তি অনুপ্রেরণা। ড্রেসিং রুমে থাকলে অন্য খেলোয়াড়রাও দারুণ উজ্জীবিত থাকে। মাশরাফি পরের ম্যাচে খেলবে বলে আমাদের জানিয়েছে। আশা করছি, পরের ম্যাচে একই রকম মাশরাফিকে পাব আমরা।’ 



রাইজিংবিডি/খুলনা/১৮ সেপ্টেম্বর ২০১৭/আব্দুল্লাহ এম রুবেল/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়