ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

খুলনায় অপরাধ কমেছে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ৮ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় অপরাধ কমেছে

খুলনা মহানগরীসহ জেলায় অক্টোবরের তুলনায় নভেম্বরে অপরাধ কর্মকাণ্ড কমেছে।

নভেম্বর মাসে খুলনা মহানগরীসহ পুরো জেলায় নানা অপরাধের অভিযোগে ৩০৫টি মামলা দায়ের হয়েছে। অক্টোবর মাসে মামলা হয়েছিল ৩৩৮টি।

রোববার খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন।

সভায় মুজিববর্ষ উদযাপন, কৃষি জমিতে অবৈধ আবাসন প্রকল্প বন্ধ করা, মাদক প্রতিরোধ ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক, মো. আকতারুজ্জামান বাবু এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জি এম আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


খুলনা/মুহাম্মদ নূরুজ্জামান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়