ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খুলনায় আল-কুদস দিবস পালিত

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ৩১ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় আল-কুদস দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, খুলনা : ফিলিস্তিনির নির্যাতিত মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করে খুলনায় আজ শুক্রবার বাদ জুমা শিয়া মুসলিমদের আয়োজনে আল-কুদস দিবস পালিত হয়েছে।

আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ও আহলে বাইত (আ.) ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর আলতাপোল লেনস্থ ইমামবাড়ী থেকে শোভাযাত্রা বের হয়ে নগরীর আলতাপোল লেন ও সাউথ সেন্ট্রাল রোড প্রদক্ষিণ করে। হাজী মহসিন রোড ও সাউথ সেন্ট্রাল রোড মোড়ে ইসরাইলের পতাকা পুড়িয়ে ইয়াহুদিবাদী অত্যাচারী রাষ্ট্রের প্রতি ঘৃণা প্রকাশ করা হয়।

শোভাযাত্রা শেষে পথসভায় বক্তব্য রাখেন ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী। তিনি বলেন, ‘‘বিশ্ব আল-কুদস দিবস পালনের উদ্দেশ্য হলো ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা ঘোষণা করা এবং এটা বোঝানো যে, আমরা তাদের সঙ্গে আছি।’’

তিনি বলেন, আমেরিকা ও ইসরাইল অপকর্ম আড়াল করার উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যে ঘোলা পানিতে মাছ শিকার করছে। তিনি মুসলমানদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ইসলামের শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন ড. আলী মুর্তজা, আব্দুল লতিফ, মো. শহীদুল হক প্রমুখ।



রাইজিংবিডি/খুলনা/৩১ মে ২০১৯/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়