ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খুলনায় দু’ মাথা ৪ হাত ও ৩ পা বিশিষ্ট অদ্ভুত শিশুর জন্ম

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ২৫ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় দু’ মাথা ৪ হাত ও ৩ পা বিশিষ্ট অদ্ভুত শিশুর জন্ম

নিজস্ব প্রতিবেদক, খুলনা: খুলনায় দু’ট মাথা, ৪টি হাত ও ৩টি পা বিশিষ্ট অদ্ভুত শিশুর জন্ম হয়েছে।নগরীর আদ-দ্বীন হাসপাতালে ফাতেমা বেগম নামে এক গৃহবধূর সিজারিয়ানের মাধ্যমে অদ্ভুত এ শিশুটির জন্ম দেন।

সদ্যজাত শিশুটি আশঙ্কামুক্ত নয় বলে কর্র্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক শিশুকে বিশেষ সেবা ইউনিট (স্ক্যানু) ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ৪০ মিনিটে শিশুটিকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে বিকেল ৪টায় নগরীর আদ-দ্বীন হাসপাতালে শিশুটি জন্মগ্রহণ করে।

খুমেক হাসপাতালে সূত্রে জানা যায়, বাগেরহাট মোল্লাহাট উপজেলা কাচনা গ্রামের বাসিন্দা মোঃ ইমন এর স্ত্রী ফাতেমা বেগমকে নগরীর আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। ওই খানে বিকেলে তাকে সিজারিয়ান করানো হয়। শিশুটির জোড়া মাথা রয়েছে। এছাড়া গলার সাথে পেটের নিচের দিকে উঁচু রয়েছে।
 
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক শিশু বিশেষ সেবা ইউনিট (স্ক্যানু) বিভাগের সহকারী রেজিস্টার ডাঃ নিরাপদ জানান, শিশুটি ৪ হাত ও ৩টা পা নিয়ে জন্ম নিয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করার প্রস্তুতি চলছে।

রাইজিংবিডি/খুলনা/২৬ জুলাই ২০১৯/মুহাম্মদ নূরুজ্জামান/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়