ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খুলনায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা ইমার্জিং দল

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ২২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা ইমার্জিং দল

আব্দুল্লাহ এম রুবেল: শ্রীলঙ্কা ইমার্জিং ক্রিকেট দল ও বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল এখন খুলনায় ।

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ এবং একটি চারদিনের ম্যাচ খেলতে দুই দল সন্ধ্যায় খুলনায় পৌঁছে। শেখ আবু নাসের স্টেডিয়ামে দুই দলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকালে বাংলাদেশ শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করবে। বিকেলে একই মাঠে শেষ প্রস্তুতি সারবে সফরকারীরা। পরদিন শনিবার ওয়ানডে সিরিজ জয়ের মিশনে মাঠে নামবে দুই দল। প্রথম ম্যাচ জিতেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচ জিতে সমতা ফেরায় বাংলাদেশ।

বিকেএসপিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে ১৮৭ রানের বড় ব্যবধানে পরাজিত হয় স্বাগতিকরা। তবে দ্বিতীয় ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্তরা। শনিবার অলিখিত ফাইনালে মরিয়া হয়ে থাকবে দুই দল।

একই ভেন্যুতে আগামী ২৮ আগষ্ট থেকে সিরিজের প্রথম চারদিনের ম্যাচে মাঠে নামবে দুই দল। সিরিজের দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ সেপ্টেম্বর থেকে কক্সবাজারে।

বাংলাদেশের ক্রিকেটের পাইপ লাইনকে সমৃদ্ধ করার লক্ষ্য নিয়েই মূলত এই সিরিজের আয়োজন।


রাইজিংবিডি/খুলনা/২২ আগস্ট/ আব্দুল্লাহ এম রুবেল/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়