ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

খুলনায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা যুব দলের কঠোর অনুশীলন

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ৩১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা যুব দলের কঠোর অনুশীলন

আগামী বছর বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরই অংশ হিসেবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সাথে ঘরের মাঠে সিরিজ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরই মধ্যে বরিশালে অনুষ্ঠিত হয়েছে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ।

সিরিজের দ্বিতীয় চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে খুলনায়। আগামী শনিবার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজ নির্ধারনী এ ইয়ুথ টেস্ট ম্যাচ শুরু হবে। এ ম্যাচকে সামনে আজ বৃহস্পতিবার সকালে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করে স্বাগতিক ও সফরকারী দল।

সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত অনুশীলন করে তারা। অনুশীলনে দুই দলের ক্রিকেটারদেরকেই কঠোর পরিশ্রম করতে দেখা গেছে। অনুশীলন শেষে আনুষ্ঠানিকভাবে মিডিয়ার সাথে কথা না বললেও অনুীশলনে দুই দলের শরীরি ভাষাই বলছে সিরিজ জয়ের ব্যাপারে দুই দলই খুবই সিরিয়াস।

এরই মধ্যে বরিশালে অনুষ্ঠিত হয়েছে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ। যদিও বৃষ্টির কারণে মাঠে খেলা গড়াতে পারেনি প্রথম দুই দিন। শেষ দুই দিন খেলা হলেও ম্যাচটি ড্র হয়েছে। যদিও চারদিনের ম্যাচের বা ইয়ুথ টেস্ট সিরিজে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রামে রাখা হয়েছে। যারা ওয়ানডে সিরিজে যোগ দিবেন।

দু’টি ইয়ুথ টেস্ট শেষে শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে পাঁচ ম্যাচের ইয়ুথ ওয়ানডে সিরিজ। যার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ নভেম্বর। আর দ্বিতীয় ইয়ুথ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর। খুলনায় প্রথম দুইটি ওয়ানডে ম্যাচ শেষে দুই দল সিরিজের শেষ তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে যাবে চট্টগ্রামে। সেখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে সিরিজের শেষ তিনটি ওয়ানডে ম্যাচে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল :

অমিত হোসেন (অধিনায়ক), সাজিদ হোসেন সিয়াম, আলভি হক, প্রীতম কুমার, শাহাদাত হোসেন, মোঃ প্রান্তিক নওরোজ নাবিল, সাকিব শাহরিয়ার, এসএম মেহরাব হোসেন, নাইমুর রহমান নয়ন, মোঃ শহীদুল ইসলাম প্রামানিক, আশরাফুল ইসলাম সিয়াম, মোঃ আসাদুল¬াহ হিল গালিব ও নোমান চৌধুরী।

স্ট্যান্ড বাই : অনিক সরকার, মোঃ মেহেদী হাসান, আশিকুর রহমান নাবিল ও আইচ মোল্লা।


খুলনা/আবদুল্লাহ এম রুবেল/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়