ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খুলনায় বিসিএস ডিজিটাল এক্সপোর উদ্বোধন

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় বিসিএস ডিজিটাল এক্সপোর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ডিজিটাল প্রযুক্তি পণ্য ও সেবা এবং ডিজিটাল জীবনধারাভিত্তিক প্রদর্শনী বিসিএস ডিজিটাল এক্সপো খুলনা-২০১৭।

রোববার দুপুরে মহানগরীর হোটেল টাইগার গার্ডেনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আলী আশফাক।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব ইঞ্জিনিয়ার সুব্রত সরকার। এ সময় মেলার আহ্বায়ক ও বাংলাদেশ কম্পিউটার সমিতি খুলনার সাধারণ সম্পাদক এস এম ওয়াহিদ আকবর টুটুল, খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ শাহিদুল হক সোহেলসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। 

আয়োজকরা জানান, তথ্যপ্রযুক্তির দেশি-বিদেশি ব্র্যান্ড, আমদানিকারক, প্রস্তুতকারক ও সরবরাহকারী এবং স্থানীয় ৩২টি প্রতিষ্ঠানের সমন্বয়ে মেলায় ২৫টি স্টল ও ৮টি প্যাভেলিয়ন অংশ নিয়েছে।

মেলায় প্রবেশ মূল্য ১০ টাকা। প্রবেশ টিকেটে মেলার শেষ দিনে র্যা ফেল ড্র অনুষ্ঠিত হবে। এ ছাড়া মেলায় রয়েছে ফ্রি ওয়াই ফাই জোন ও গেমিং, সেমিনার, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মূল্যছাড় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী চলবে।



রাইজিংবিডি/খুলনা/১৯ ফেব্রুয়ারি ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়