ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খুলনায় যুবদল নেতা হত্যায় মামলা, গ্রেপ্তার ২

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৫, ৮ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় যুবদল নেতা হত্যায় মামলা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, খুলনা :  খুলনার বটিয়াঘাটা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল নেতা নজরুল ইসলাম (৪২) নিহতের ঘটনায় মামলা হয়েছে।

মামলায় নগর ছাত্রলীগের প্রাক্তন সভাপতি দেব দুলাল বাড়ৈ বাপ্পীসহ ২২ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার রাতে নজরুলের ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে বটিয়াঘাটা থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ আরিফ মোল্যা ও শামীম শিকদার নামে দুজনকে গ্রেপ্তার করেছে।

আসামিরা হলেন নগরীর ধর্মসভা এলাকার যুবলীগ নেতা শেখ রাসেল, শেখ সোহেল পারভেজ, দেব দুলাল বাড়ৈ বাপ্পী, সেলিম শেখ, সাহেল, জুলফিকার, আরিফ মোল্যা, শামীম শিকদার, সজল বাড়ৈসহ ২২ জন।

প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় বটিয়াঘাটা উপজেলার আতাউলের চর এলাকায় আমীরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ঘের ব্যবসায়ী নজরুল ইসলাম (৪২) প্রতিপক্ষের গুলিতে নিহত হন। এ সময় নিজাম উদ্দিন (৩২) নামে একজন গুলিবিদ্ধ হন।

 

 

 

রাইজিংবিডি/খুলনা/৮ ফেব্রুয়ারি ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়