ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খুলনায় হত্যা মামলায় পাঁচ ভাইসহ আটজনের কারাদণ্ড

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ৯ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় হত্যা মামলায় পাঁচ ভাইসহ আটজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা : জেলার তেরখাদা উপজেলার পল্লীর একটি হত্যা মামলায় পাঁচ ভাইসহ আট আসামিকে বিভিন্ন মেয়াদে  কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস. এম. সোলায়মান এ রায় ঘোষণা করেন।

এ সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে পাঁচজনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অপরদিকে একই মামলায় আরেকটি ধারায় দণ্ডপ্রাপ্ত পাঁচজনের মধ্যে তিনজনসহ মোট ছয়জনকে দুবছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- তেরখাদা উপজেলার পারহাজী গ্রামের মৃত পাচু মোল্লার পাঁচ ছেলে মো. হারুন মোল্লা (সাত বছর), মো. ফারুক মোল্লা (সাত বছর), মো. পিপুল মোল্লা (সাত বছর), মো. জহুর মোল্লা (পাঁচ বছর) ও মো. লাভলু মোল্লা (পাঁচ বছর)।

এ ছাড়া একই গ্রামের লুৎফর শেখের ছেলে মো. কালন শেখ (দুই বছর), সালাম মোল্লার ছেলে আসলাম মোল্লা (দুই বছর, পলাতক) ও মৃত জব্বার মোল্লা ওরফে রাঙ্গা মোল্লার ছেলে মো. কালাম মোল্লা (দুই বছর)।


রাইজিংবিডি/খুলনা/৯ ফেব্রুয়ারি ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়