ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ১১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়

জ্যেষ্ঠ প্রতিবদকে : ঈদের বকশিশের নামে গণপরিবহনগুলোতে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। গণপরিবহনের সংখ্যা কমে যাওয়ায় যাত্রীদের জিম্মি করে বেশি টাকা নেয়া হচ্ছে। এ নিয়ে যাত্রীদের সঙ্গে গাড়িচালক ও সহকারীদের ঝাগড়াসহ অপ্রীতিকর ঘটনা ঘটছে।

রোববার একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সংবাদকর্মী আসাদ আল মাহমুদ অভিযোগ করেন, ঈদুল আজহার বকশিশের অজুহাতে দুই দিন ধরে গণপরিবহনে ভাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। ১০ টাকার স্থলে ১৫ টাকা নিচ্ছে তারা। বাড়তি ভাড়া আদায় করা হলেও দেখার কেউ নেই।

ট্রান্সসিলভা পরিবহনের এক কর্মকর্তা জানান, ঈদে যাতে বাড়তি ভাড়া আদায় করা না হয় সেজন্য চালক ও হেলপারদের  বলে দেয়া হয়েছে। মাঝেমধ্যে গাড়িতে উঠে যাত্রীদেরও বলে দিয়েছি।

জানা গেছে, বকশিশের নামে বাড়তি ভাড়া ওঠানো হলেও এই টাকা গাড়ির মালিকরা পান না। এসব টাকা ভাগ করে নেন গাড়িচালক ও তার সহকারী। বেশি টাকার লোভে চালক ও হেলপাররা মালিকদের বাড়তি ভাড়া না নেয়ার কড়া নির্দেশনা মানছেন না। ফলে অতিরিক্ত ভাড়ার ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।


রাইজিংবিডি/ঢাকা/১১ আগস্ট ২০১৯/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়