ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গণমাধ্যমের সহযোগিতা চাই : শাহাদাত চৌধুরী

বেলাল রিজভী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ১২ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গণমাধ্যমের সহযোগিতা চাই : শাহাদাত চৌধুরী

মাদারীপুর প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গণমাধ্যমের সহযোগিতার চাইলেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী।

বুধবার বেলা ১টার দিকে রাজৈর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সংক্রান্ত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, আপনারা যারা গণমাধ্যমে সঙ্গে জড়িত আছেন, আপনাদেরও একটি নিরপেক্ষা ভূমিকা পালন করতে পারেন। কোনোভাবে নির্বাচনকে প্রভাবিত করা বা কারো পক্ষপাতিত্ব না করা হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। সময় মতো সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। অবশ্যই আমরা সে ব্যাপারে ব্যবস্থা নেবো।

নির্বাচন কমিশনার এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলকে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান। সেই সঙ্গে বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাসেল হোসেন বিশ্বাস, পুলিশ সুপার সরোয়ার হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন মিয়া, রাজৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

পরে আগামী ১৬ এপ্রিল রাজৈর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়া ভোটগ্রহণ কর্মকর্তাদের ব্রিফিং করেন।

 

 

রাইজিংবিডি/মাদারীপুর/১২ এপ্রিল ২০১৬/বেলাল রিজভী/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়