ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

গত সপ্তাহে লেনদেনে শীর্ষে বিবিএস, দরপতনে ম্যারিকো

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ৩০ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গত সপ্তাহে লেনদেনে শীর্ষে বিবিএস, দরপতনে ম্যারিকো

অর্থনৈতিক প্রতিবেদক : গত সপ্তাহে দেশের উভয় শেয়ারবাজারে সূচকের অনেকটাই ভাল অবস্থায় লেনদেন হয়েছে। পুরো সপ্তাহের পর্যালোচনায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড। আর টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

আলোচ্য সপ্তাহে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের লেনদেন কমেছে ৬ দশমিক ৩৩ শতাংশ। পুরো সপ্তাহে কোম্পানিটির ২ কোটি ৩২ লাখ ৯৪ হাজার ৯০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ১২২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার টাকা।

 

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো লিমিটেডের লেনদেন ৩ দশমিক ১৭ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ৮৩ লাখ ১৭ হাজার ৬৬৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ১০০ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার টাকা।

 

আর অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্সের লেনদেন কমেছে দশমিক ৪৯ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির ৪ কোটি ৭৩ লাখ ৭২ হাজার ৪২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ৯৮ কোটি ৪০ লাখ ৮৮ হাজার টাকা।

 

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কেয়া কসমেটিকস, অলিম্পিক অ্যাক্সেসরিজ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ইফাদ অটোস, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, লংকাবাংলা ফাইন্যান্স এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

 

এদিকে টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করা ম্যারিকো বাংলাদেশের শেয়ারের দর কমেছে ১৩ দশমিক ২৭ শতাংশ।

 

জানা গেছে, কোম্পানিটির গড়ে প্রতিদিন ৪ কোটি ৮৫ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১৯ কোটি ৪১ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে এইচআর টেক্সটাইল লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১২ দশমিক ৩২ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১ কোটি ৩৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৫ কোটি ৪৭ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। এই ফান্ডের ইউনিট দর ৮ দশমিক ৯১ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন ৬ লাখ ১৮ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে মোট ২৪ লাখ ৭২ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

 

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রংপুর ফাউন্ড্রিতে ৭ দশমিক ৮৩ শতাংশ, রহিমা ফুডে ৭ দশমিক ৭৪ শতাংশ, ইমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজে ৭ দশমিক ০৮ শতাংশ, গোল্ডেন হারভেস্ট এগ্রোতে ৬ দশমিক ৬৩ শতাংশ, আমরা টেকনোলজিতে ৬ দশমিক ৩৯ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসে ৬ দশমিক ৩৩ শতাংশ এবং মেঘনা পেট্রোলিয়ামে ৬ দশমিক ২২ শতাংশ দর কমেছে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ ডিসেম্বর ২০১৬/আশিক/হাসান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়