ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

গল্পটা ‘সিনেমাটিক’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫৪, ১৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গল্পটা ‘সিনেমাটিক’

মৌসুমী হামিদ, আফরান নিশো, অপর্ণা ঘোষ

আমিনুল ইসলাম শান্ত : প্রবীণ এক চলচ্চিত্র পরিচালক ৯০ দশকে এসে চলচ্চিত্র নির্মাণ বন্ধ করে দেয়। তার কারণ অশ্লীলতা। তারপর আর সিনেমা নির্মাণ করেননি তিনি। কিন্তু তার ছেলেরা এই পেশা ধরে রেখেছে।

তার ছেলেদের মধ্যে কেউ পরিচালক, কেউ কোরিওগ্রাফার আবার কেউ সাংবাদিক। মোট কথা এই পরিবারের সব সদস্যই সিনেমার সঙ্গে সম্পৃক্ত। সিনেমা কেন্দ্রিক এমন একটি পরিবারের গল্প দেখা যাবে নতুন ধারাবাহিক ‘সিনেমাটিক’ শিরোনামের নাটকে। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান এ নাটকের পরিচালক ইমরাউল রাফাত।

প্রবীণ এই চলচ্চিত্র পরিচালকের চরিত্রটি রূপায়ন করছেন আবুল হায়াত। এছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আফরান নিশো, সাজু খাদেম, অপর্ণা  ঘোষ, মৌসুমী হামিদ, নুসরাত ইমরোজ তিশাসহ আরো অনেকে।

নগরীর উত্তরায় অনেকটা ভেঙে ভেঙে শুটিং হচ্ছে এই ধারাবাহিক নাটকের। এ পর্যন্ত ১৫ পর্বের শুটিং শেষ হয়েছে তবে কত পর্ব পর্যন্ত নাটকটি নির্মিত হবে তা এখনো ঠিক হয়নি। সর্বশেষ গত ১৪-১৫ জানুয়ারি শুটিং হয়েছে। কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলেও জানিয়েছেন এই নির্মাতা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৭/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়