ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

গাইবান্ধা-১ উপনির্বাচন : সম্ভাব্য তারিখ ২২ মার্চ

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ৫ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাইবান্ধা-১ উপনির্বাচন : সম্ভাব্য তারিখ ২২ মার্চ

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধা-১ আসনের উপনির্বাচন আগামী ২২ মার্চ নির্ধারণের চিন্তা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ (রোববার) ইসি এই নির্বাচনের তফসিল প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

এস এম আসাদুজ্জামান বলেন, তফসিল অনুযায়ী এই উপনির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ সময় ১৯ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ২২ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ১ মার্চ এবং ভোট গ্রহণ ২২ মার্চ।

গত ৩১ ডিসেম্বর ওই আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) মনজুরুল ইসলাম লিটনকে বাড়িতে ঢুকে গুলি চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে ইসি ওই আসনকে শূন্য ঘোষণা করে।



রাইজিংবিডি/ঢাকা/৫ ফেব্রুয়ারি ২০১৭/হাসিবুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়