ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গুজব-গণপিটুনি-ডেঙ্গু সচেতনতায় শিল্প প্রতিষ্ঠানে পুলিশ

রফিক সরকার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৩, ১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গুজব-গণপিটুনি-ডেঙ্গু সচেতনতায় শিল্প প্রতিষ্ঠানে পুলিশ

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা : দেশে চলমান গুজব, গণপিটুনি ও ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে যাচ্ছেন গাজীপুর জেলা পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৮টায় কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকার ভরসা গ্রুপ ইন্ডাস্ট্রিস লিমিটেড ও প্রাণ-আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের সাথে মতবিনিময় করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া ও উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক।

ওসি আবুবকর মিয়া শ্রমিকদের উদ্দেশে বলেন, পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে, এ ধরনের গুজব ছড়িয়ে জনসাধারণকে বিভ্রান্ত করছে এক শ্রেণির মানুষ। পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা। ছেলেধরা সন্দেহে অনেকে গণপিটুনির শিকার হচ্ছেন। তাই ছেলেধরা গুজবে কেউ কান দিবেন না। কারো আচরণে ছেলেধরা হিসেবে সন্দেহ হলে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করুন।

তিনি আরো বলেন, বর্তমানে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এক্ষেত্রে আমাদের নিজেদের সচেতন হতে হবে। বাড়ির আশে-পাশের কোন স্থানে যেন পানি না জমে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

এ সময় ভরসা গ্রুপের পক্ষে-প্রকল্প ইনচার্জ লুৎফুর রহমান চৌধুরী, এম এ মান্নান, সহকারী ব্যস্থাপক (উৎপাদন) আব্দুল হাই, এবং প্রাণ-আরএফএল ইন্ড্রাস্টিয়াল পার্কের পক্ষে জৈষ্ঠ্য মহাব্যবস্থাপক কমান্ডার এম শামসুল আলম মিয়া, মহাব্যবস্থাপক রাহাত হোসেন রনিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 


রাইজিংবিডি/কালীগঞ্জ/০১ আগস্ট, ২০১৯/রফিক সরকার/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়