ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গুজব ছড়ানোই তার কাজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গুজব ছড়ানোই তার কাজ

জাতীয় নেতাদের সম্পর্কে অশ্লীল ও বানোয়াট তথ্য ছড়ানোর অভিযোগে এক সাইবার অপরাধীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-২ থেকে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে মোহাম্মদপুর থানার কলেজ গেট এলাকায় অভিযান পরিচালনা করে শাহীন খন্দকারকে গ্রেপ্তার করা হয়।  সে একজন সাইবার অপরাধীও।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহীন খন্দকার তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ফেসবুক ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য জাতীয় নেতাদের নামে বিকৃত ও ব্যাঙ্গাত্মকভাবে ফেসবুকে পোস্ট ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন।  ফেসবুকে ভুয়া ও গুজব সৃষ্টির মাধ্যমে দেশের শান্তি প্রিয় জনগণকে উস্কানি দিচ্ছে। ক্যাসিনো ও দুর্নীতি বিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করার জন্য নিজেকে মানিবাধিকার ও সংবাদিকর্মী  পরিচয় দিয়ে একটি মহলের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করে। মিথ্যা, বানোয়াট তথ্য-সংবাদ ফেসবুকে প্রচার করে। শাহিন নিজেকে সাংবাদিক দাবি করে স্বার্থান্বেষী ও কুচক্রিমহলের প্রত্যক্ষ মদদ ও সহায়তায় দেশে-বিদেশে সরকারের ভাবমূর্তি নষ্ট, স্থিতিশীলতা বিনষ্ট করার উদ্দেশ্যে ফেসবুক ও সোশ্যাল মিডিয়াকে মাধ্যম হিসেবে ব্যবহার করে আসছে।


ঢাকা/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়