ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘গুরুত্বপূর্ণ ইস্যুতে’ বৃহস্পতিবার জাপার প্রেসিডিয়াম সভা

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৫, ১১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘গুরুত্বপূর্ণ ইস্যুতে’ বৃহস্পতিবার জাপার প্রেসিডিয়াম সভা

করোনাভাইরাস, এরশাদের জন্মদিনে দোয়ার অনুষ্ঠান, সাংগঠনিক কর্মসূচি, একাধিক পদ-পদবি বাদ দিয়ে ‘একনেতার একপদ নীতি’ চালু, সাদ এরশাদের তৎপরতাসহ একাধিক ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি।

বৃহস্পতিবার (১২ মার্চ) এরশাদের বনানী কার্যালয়ে বেলা ১১টায় দলের এই নীতি নির্ধারণী ফোরামের সভা অনুষ্ঠিত হবে।  জাপা সভাপতি জিএম কাদেরের সভাপতিত্বে দলের প্রেসিডিয়াম সদস্য, কো-চেয়ারম্যান, সংসদ সদস্যদের সভায় উপস্থিত থাকার কথা রয়েছে। তবে বরাবরের মতো এবারও বিরোধী দলের নেতা ও দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ সভায় উপস্থিত হবেন না বলে জানা গেছে।

দলটির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রেসিডিয়ামের গুরুত্বপূর্ণ এই সভায় করোনাভাইরাস ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এই পরিস্থিতিতে মাঠ পর্যায়ে জাতীয় পার্টির কর্মসূচি নেওয়া হবে কিনা, সাংগঠনিক কর্মসূচি কী হতে পারে, এসব বিষয় নিয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত আসবে।

জানা গেছে, এরইমধ্যে করোনাভাইরাসের কারণে সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলন বাতিল করেছে দলটি। আগামী ১৪ মার্চ (শনিবার) সিলেট জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক জাপার এক নীতিনির্ধারণী সদস্য জানান, বৃহস্পতিবারের প্রেসিডিয়ামের সভাটি গুরুত্বপূর্ণ। করোনাভাইরাস, পাশাপাশি স্যারের (এরশাদ) জন্মদিন উপলক্ষে দোয়ার অনুষ্ঠানসহ বিভিন্ন সাংগঠনিক বিষয়ে এতে আলোচনা হবে।

২০ মার্চ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন। দিনটি উপলক্ষে সাবেক রাষ্ট্রপতির জন্য দলীয়ভাবে দোয়ার অনুষ্ঠান কীভাবে করা যায়, এ বিষয়টি প্রেসিডিয়ামের বৈঠকে গুরুত্ব পাবে।  সবার মতামত নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

জাতীয় পার্টিতে শীর্ষপর্যায় থেকে শুরু করে জেলা-উপজেলা পর্যায়ে পর্যন্ত এক নেতার একাধিক পদ রয়েছে। কেউ কেউ দলের গুরুত্বপূর্ণ একাধিক পদ একজনেই দখলে রেখেছেন।  আবার অনেকেই দীর্ঘদিন ধরে জাতীয় পার্টিতে পরিশ্রম করে এলেও জুটছে না কাঙ্ক্ষিত একটি পদও। এসব পদ-পদবি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ রয়েছে। রয়ে গেছে নেতায় নেতায় কোন্দলও। পরিস্থিতি উত্তরণে পদ-পদবির সমন্বয় করতে দলের চেয়ারম্যান জিএম কাদের এবার উদ্যোগ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় ‘এক নেতার এক পদ নীতি’ বাস্তবায়ন করা যায় কিনা এ বিষয়টি প্রেসিডিয়ামের সভায় তোলা হবে। মতামত নেওয়া হবে উপস্থিত সবার। আলোচনা শেষে মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

জাতীয় পার্টিতে কো-চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য, সংসদ সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টাসহ সব পদে মাসিক চাঁদা পরিশোধ করতে হয়। মাসিক চাঁদা পরিশোধ সাপেক্ষে দলে মূল্যায়ন করেন পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের।

প্রেসিডিয়ামের সভায় নেতাদের মাসিক চাঁদা আদায়ের বিষয়টিও গুরুত্ব পাবে। জানা গেছে, নতুন কমিটি গঠন হলেও জাতীয় পার্টির অনেকেই নিয়মিত চাঁদা পরিশোধ করেন না। আবার অনেকের রয়েছে দীর্ঘদিনের বকেয়া। নিয়মিত চাঁদা পরিশোধ কীভাবে করা যায়, না করলে কি সিদ্ধান্ত নেওয়া যায় এসব বিষয়েও আলোচনা হবে।

তাছাড়া আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের তিনশ আসনে নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির সাংগঠনিক ভিত্তি মজবুত করার বিষয়ে প্রেসিডিয়ামে আলোচনা হবে। নির্বাচনী এলাকার উপজেলা, থানা, পৌরসভা, ওয়ার্ড, ইউনিয়ন, ইউনিট কমিটি কীভাবে শক্তিশালী করা যায় এ ব্যাপারেও সবার মতামত নেওয়া হবে। সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে তৃণমূলে জাতীয় পার্টি শক্তিশালী করার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

তবে এজেন্ডার বাইরে প্রেসিডিয়ামের সভায় অতি সম্প্রতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগির আল মাহি এরশাদ এমপির সাংগঠনিক তৎপরতার প্রসঙ্গ উঠতে পারে বলে দলটির নীতি নির্ধারণী মহলের সদস্যরা ইঙ্গিত দিয়েছেন।

জাতীয় পার্টি থেকে দলের চেয়ারম্যান জিএম কাদের যাদের বাদ দিয়েছেন তাদের নিয়েই হঠাৎ কর্মসূচি শুরু করেছেন সাদ এরশাদ। জিএম কাদেরের নতুন কমিটির শীর্ষপর্যায়ের নেতারাও আছেন তার সঙ্গে। সাদের এমন কর্মসূচি জাতীয় পার্টিতে এখন আলোচিত ঘটনা। দলের নেতাকর্মীদের একাংশ সাদের এসব তৎপরতা দলের ভাঙন আনতে পারে কিংবা জিএম কাদেরের বিকল্প কর্মসূচি হিসেবে প্রতিক্রিয়া জানিয়েছেন। আবার দলের একটি অংশ সাদের কর্মসূচিকে স্বাগত জানাচ্ছেন। সবকিছু মিলিয়ে প্রেসিডিয়ামের সভায় সাদ প্রসঙ্গ আলোচনায় আসতে পারে বলে জানা গেছে।


ঢাকা/নঈমুদ্দীন/জনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়