ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গুয়াইদোকে ফ্রান্স-জার্মানিসহ ১১ ইইউ দেশের স্বীকৃতি

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৯, ৫ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গুয়াইদোকে ফ্রান্স-জার্মানিসহ ১১ ইইউ দেশের স্বীকৃতি

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার বিরোধী নেতা জুয়ান গুয়াইদোকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে ১১টি ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশ। এর ফলে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আরো বৈশ্বিক চাপে পড়লেন।

সোমবার ফ্রান্স, স্পেন, জার্মানি, ব্রিটেন, পর্তুগাল, সুইডেন, ডেনমার্ক, অস্ট্রিয়া, নেদারল্যান্ড, লাটভিয়া ও লিথুয়ানিয়া গুয়াইদোকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেন। দেশটিতে নতুন নির্বাচন দেওয়ার জন্য মাদুরো বেঁধে দেওয়া আট দিনের সময়সীমা সোমবার অতিক্রম হওয়ার পর ইইউ এ যৌথ স্বীকৃতি দেয় গুয়াইদোকে।

ইইউর দেশগুলো গুয়াইদোকে যথাসম্ভব দ্রুত সুষ্ঠু ও স্বাধীন নির্বাচন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।

সোমবার ইইউ গুয়াইদোকে স্বীকৃতি দিয়ে একটি যৌথ বিবৃতি দেওয়ার প্রস্তুতি নিয়েছিল। তবে ইতালি সেটিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে ইইউর কূটনৈতিক সূত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে।

এদিকে, প্রেসিডেন্ট মাদুরো দেশে গৃহযুদ্ধের যে আশঙ্কার কথা বলেছেন, তা উড়িয়ে দিয়েছেন গুয়াইদো। তিনি বলেছেন, এ আশঙ্কা মাদুরোর নিজস্ব তৈরি।

তথ্য : আল জাজিরা ও বিবিসি

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ ফেব্রুয়ারি ২০১৯/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়