ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

গৃহহীনের মুখে হাসি ফোটালেন ইউএনও মামুন

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪০, ৮ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গৃহহীনের মুখে হাসি ফোটালেন ইউএনও মামুন

জুলাই মাসের মাঝামাঝি হঠাৎ করেই নলডাঙ্গা বারনই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলে ঘর বাড়ি ডুবে যায় পারভেজের। গর্ভবতী মেয়ে সুরাইয়াসহ পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে আশ্রয় নেন শ্যামনগর গ্রামের বিনছের আলীর বাড়িতে। 

খবর পেয়ে নলডাঙ্গার ইউএনও আবদুল্লাহ আল মামুন ডাক্তার ও পুষ্টিকর খাবারসহ সহযোগিতা করেন পরিবারটিকে। সুরাইয়ার বাচ্চা প্রসব পর্যন্ত যাবতীয় ব্যবস্থা তিনি করে দেবেন বলেও আশ্বান দেন।

গতকাল শুক্রবার (৭ আগস্ট) রাতে নলডাঙ্গার স্থানীয় বিসমিল্লাহ ক্লিনিকে মা হয়েছেন সেই সুরাইয়া। 

বিসমিল্লাহ ক্লিনিকের পরিচালক আনোয়ার হোসেন বলেন,  ‘এক ফুটফুটে মেয়ের জন্ম দিয়েছেন সুরাইয়া। মা ও মেয়ে দুজনই সুস্থ আছে। সবকিছুর ব্যবস্থা করে দিয়েছেন ইউএনও মামুন স্যার।’

শনিবার (৮ আগস্ট) বিকালে নলডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীমসহ মা ও মেয়েকে দেখে এসেছেন ইউনও মহোদয়। সেসময় তিনি পরিবারটিকে আর্থিক সহায়তাও প্রদান করেন।

ইউএনও মামুন বলেন, ‘বন্যায় ঘর বাড়ি হারিয়ে তারা বিপর্যয়ের মধ্যে পড়ে যায়। একজন মানুষ হিসেবে চেষ্টা করেছি অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে। গতকাল সুরাইয়া একটি কন‌্যা সন্তানের জন্ম দিয়েছে। এটিই বড় পাওয়া।’

আরিফুল ইসলাম/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়