ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

গেম অব থ্রোনসের পর ‘হাউস অব ড্রাগন’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ৩০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গেম অব থ্রোনসের পর ‘হাউস অব ড্রাগন’

বহুল চর্চিত টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’। দীর্ঘ আট বছর ধরে টিভি দর্শকদের মাতিয়ে চলতি বছর এর প্রচার শেষ হয়।

‘গেম অব থ্রোনস’ শেষ হওয়ায় হতাশ হয়েছিলেন এই টিভি সিরিজের ভক্তরা। তবে নির্মাতারা সুখবর দিয়েছিলেন, তৈরি হচ্ছে এর প্রিক্যুয়েল। কিন্তু গত মঙ্গলবার জানা যায়, নাওমি ওয়াটস অভিনীত এই প্রিক্যুয়েলের পরিকল্পনা বাদ দিয়েছে এইচবিও। যদিও এর কারণ জানা যায়নি।

তবে ‘জিওটি’ ভক্তদের জন্য নতুন সুখবর দিয়েছে চ্যানেলটি। গেম অব থ্রোনসের পর এবার আসছে এর স্পিনঅফ ‘হাউস অব ড্রাগন’।  

জর্জ আর আর মার্টিনের ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ বই অবলম্বনে দশ পর্বের এই সিরিজ তৈরি হবে। এর প্রেক্ষাপট গেম অব থ্রোনসের তিনশ বছর আগের। এতে হাউস অব টার্গারিয়ানের গল্প দেখা যাবে।

জানা গেছে, নেটফ্লিক্স ও ওয়াল্ট ডিজনির সঙ্গে পাল্লা দিতে স্ট্রিমিং সার্ভিস চালু করছে এইচবিও। ২০২০ সালের মে মাস থেকে চালু হবে এইচবিও ম্যাক্স নামের এই সার্ভিস। এতেই প্রচার হবে ‘হাউস অব ড্রাগন’। তবে কবে নাগাদ এটি প্রচার হবে তা এখনো জানানো হয়নি।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়