ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ১৮৩১

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫১, ৯ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ১৮৩১

গোপালগঞ্জে নতুন করে ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৩১ জনে।

শনিবার (৮ আগস্ট) রাতে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন- সদর উপজেলায় ৪ জন, কোটালীপাড়া উপজেলায় ৩ জন, মুকসুদপুর উপজেলায় ২ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ১ জন । 

সিভিল সার্জন জানান, জেলায় এ পর্যন্ত মোট ৮৭১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়েছেন ১৮৩১ জন। সুস্থ হয়েছেন ১৪০২ জন। মারা গেছেন ২৯ জন। 

বিভিন্ন উপজেলায় আক্রান্তের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৬৪৫ জন, কোটালীপাড়া উপজেলায় ৩০৮ জন, কাশিয়ানী উপজেলায় ৩০৭ জন, মুকসুদপুর উপজেলায় ২৯৪ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ২৭৭ জন।

বাদল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়