ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘গ্যাস অনুসন্ধান ও উত্তোলন অব্যাহত থাকবে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ১৫ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘গ্যাস অনুসন্ধান ও উত্তোলন অব্যাহত থাকবে’

গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম বাড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার বাপেক্স কার্যালয়ে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘বাপেক্স বা পেট্রোবাংলাকে উদ্যোগী হয়ে এ বিষয়ে দ্রুত কর্মপরিকল্পনা নিতে হবে। চ্যালেঞ্জ বা বাধা থাকলেও সরকার প্রয়োজনীয় সহযোগিতা করতে বদ্ধপরিকর। নতুন নতুন ড্রিলিং, ভ্যার্টিক্যাল ডিলিং, নতুন এপ্রোচে আধুনিক প্রক্রিয়ায় অনুসন্ধানের কার্যক্রম চালিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

টেকসই উন্নয়নের লক্ষ্যে বাপেক্স বা পেট্রোবাংলার কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী অনুসন্ধানের নতুন নতুন এলাকা নির্ধারণ করে দ্রুত কর্মপরিকল্পনা গ্রহণ করার আহ্বান জানান।

সেমিনারে বক্তারা স্থানীয় সম্পদ উত্তোলনের উপর গুরুত্বারোপ করেন। বিশেষজ্ঞরা ছাতক বা মোবারকপুর বা অন্যান্য পরিত্যাক্ত গ্যাস ফিল্ড রি-ভিজিট করার অভিমত প্রদান করেছেন।

পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রুহুল আমীন-এর সভাপতিত্বে অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রাহমাতুল মুনিম বক্তব্য রাখেন।

 

ঢাকা/নূর/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়