ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সিপিবির

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ২৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সিপিবির

নিজস্ব প্রতিবেদক : গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, দেশের মানুষের জন্য এ পদক্ষেপ ‘মরার উপর খাড়ার ঘায়ের মতো'।

তিনি আরো বলেন, ‘গণশুনানিতে দাম বাড়ানোর পক্ষে কোনো যুক্তি দেখাতে পারেনি সরকার। তা ছাড়া জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে অনেক কমে গেছে। তারপর গ্যাসের এই মূল্য বৃদ্ধির ঘোষণা সম্পূর্ণ অযৌক্তিক ও জনগণের সঙ্গে প্রতারণার সামিল।’

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘দেশের সরকারের কিছু চাটুকার ছাড়া প্রায় সকল জ্বালানি বিশেষজ্ঞদের মতে গ্যাসের মূল্য বৃদ্ধি নয় বরং কামনো উচিত। সরকারও ইতঃপূর্বে ঘোষণা দিয়েছিল ২০১৬ সালের পর দাম কমানো হবে। সরকার সে প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে দুই ধাপে বাস্তবায়নের জন্য পুনরায় মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে, যা আগামী ১ মার্চ থেকে এক চুলা ৭৫০ টাকা, দুই চুলা ৮০০ টাকা। আগামী ১ জুন থেকে এক চুলা ৯০০ টাকা এবং দুই চুলা ৯৫০  টাকা হবে।

অবিলম্বে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।



রাইজিংবিডি/ঢাকা/২৩ ফেব্রুয়ারি ২০১৭/আসাদ/হাসান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়