ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গ্র্যামিতে অ্যাডেলের আধিপত্য

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্র্যামিতে অ্যাডেলের আধিপত্য

অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার গ্রহণকালে অ্যাডেলে

বিনোদন ডেস্ক : গতকাল রোববার (১২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে লস অ্যাঞ্জেলেসের স্ট্যাপলস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ৫৯তম গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান।

গত পাঁচ বছরের মতো এবারও সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেমস করডন। অনুষ্ঠানে পারফর্ম করেছেন অ্যাডেলে, বিয়ন্সে, দ্য উইকেন্ড, লেডি গাগাসহ অনেকে।

এবারের অনুষ্ঠানে সর্বাধিক নয়টি মনোনয়ন পেয়েছিলেন পপ তারকা বিয়ন্সে। তার পরেই ছিলেন ড্রেক এবং রিয়ান্না। দুজনই পেয়েছিলেন আটটি করে মনোনয়ন।

 


রেকর্ড অব দ্য ইয়ার, অ্যালবাম অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ারসহ পাঁচটি পুরস্কার জিতেছেন অ্যাডেলে। তিনি একমাত্র শিল্পী যিনি এই তিন ক্যাটাগরিতে পুরস্কার দুইবার জিতেছেন। মোট সাতটি মনোনয়নের মধ্যে তিনটি পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন চান্স দ্য র‌্যাপার।

চলুন দেখে নিই কারা জিতলেন এবারের গ্র্যামি অ্যাওয়ার্ড :
 


রেকর্ড অব দ্য ইয়ার : হ্যালো, অ্যাডেলে
সং অব দ্য ইয়ার : হ্যালো, অ্যাডেলে
অ্যালবাম অব দ্য ইয়ার : টোয়েন্টি ফাইভ, অ্যাডেলে
সেরা নতুন শিল্পী : চান্স দ্য র‌্যাপার
সেরা পপ একক পারফরম্যান্স : হ্যালো, অ্যাডেলে
সেরা পপ দ্বৈত/দলীয় পারফরম্যান্স : স্ট্রেসড আউট, টোয়েন্টি ওয়ান পাইলট
সেরা কান্ট্রি একক পারফরম্যান্স: মাই চার্চ, মেরিন মোরিস
সেরা কান্ট্রি অ্যালবাম : অ্যা সোলাস’স গাউড টু আর্থ, স্টারগিল সিম্পসন
সেরা পপ ভোকাল অ্যালবাম : টোয়েন্টি ফাইভ, অ্যাডেলে
সেরা র‌্যাপ অ্যালবাম : কালারিং বুক, চান্স দ্য র‌্যাপার
সেরা র‌্যাপ সং : হটলাইন ব্লিং, আব্রে গ্রাহাম, পল জেফেরিস এবং ড্রেক
সেরা রক পারফরম্যান্স : নো প্রবলেম, চান্স দ্য র‌্যাপার
সেরা রক অ্যালবাম : টেল মি আই অ্যাম প্রিটি, কেজ দ্য এলিফেন্ট
সেরা রক সং : ব্ল্যাকস্টার, ডেভিড বোয়ি
 

 

সেরা মিউজিক ভিডিও : ফরমেশন, বিয়ন্সে
সেরা মিউজিক্যাল থিয়েটার অ্যালবাম : দ্য কালার পারপেল
সেরা মিউজিক ফিল্ম : দ্য বিটলস : এইট ডে এ উইক দ্য টুরিং ইয়ারস, দ্য বিটলস
সেরা ট্রাডিশনাল পপ ভোকাল অ্যালবাম : সামারটাইম, উইলি নেলসন
সেরা অল্টারনেটিভ মিউজিক অ্যালবাম : ব্ল্যাকস্টার, ডেভিড বোয়ি
সেরা আরঅ্যান্ডবি অ্যালবাম : লালাহ হ্যাথওয়ে, লালাহ হ্যাথওয়ে লাইভ
সেরা আরঅ্যান্ডবি সং : লেক বাই দ্য ওসিন; হড ডেভিড, মাসজে
সেরা আরমঅ্যান্ডবি পারফরম্যান্স : ক্রেনস ইন দ্য স্কাই, সোলাং
সেরা আরবান কন্টেমপোরারি অ্যালবাম : লেমোনাডে, বিয়ন্সে
সেরা ট্র্যাডিশনাল আরঅ্যান্ডবি পারফরম্যান্স : অ্যাঞ্জেল, লালাহ হ্যাথওয়ে
সেরা ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম : স্কিন, স্ক্রিলেক্স অ্যান্ড ডিপলো
সেরা ড্যান্স রেকর্ডিং : ডোন্ট লেট মি ডাউন, দ্য চেইনস্মোকারস
সেরা কান্ট্রি দ্বৈত/দলীয় পারফরম্যান্স : জোলেনে, প্যানটাটোনেক্স ও ডলি পর্টন
 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৭/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়