ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গ্ল্যামারাস সব টিভি প্রেজেন্টার

আহমেদ শরীফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৬, ৪ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্ল্যামারাস সব টিভি প্রেজেন্টার

বিশ্বজুড়ে টিভি প্রেজেন্টারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সেই সঙ্গে প্রায় সব দেশেই গ্ল্যামারাস সংবাদ পাঠিকা বা হোস্ট দর্শকের নজর কাড়ছে। তাদের কেউ কেউ সিনেমার নায়িকাদেরও হার মানায়।

আমাদের দেশেও অনেক সুন্দরী টিভি প্রেজেন্টার রয়েছেন যারা দক্ষতার সঙ্গে তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন। তবে বাংলাদেশের টিভি প্রেজেন্টার নয় বরং বিদেশি কয়েকজন গ্ল্যামারাস হোস্ট ও প্রেজেন্টারদের নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।

শ্বেতা সিং: ভারতের ‘আজ তাক’ টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা ও স্পেশাল প্রোগ্রামিংয়ের এক্সিকিউটিভ এডিটর শ্বেতা সিং দেশটির সবচেয়ে গ্ল্যামারাস টিভি প্রেজেন্টারদের একজন। টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমসের মতো পত্রিকায়ও কাজ করেছেন তিনি।

মায়ান্তি ল্যাঙ্গার: ভারতের এমনকি পুরো বিশ্বের অন্যতম গ্ল্যামারাস স্পোর্টস জার্নালিস্ট মায়ান্তি। ২০১০ সালে ভারতে ফিফা ওয়ার্ল্ড কাপ ব্রডকাস্ট, পরের বছর ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ও আইপিএলে হোস্ট হিসেবে কাজ করেছেন। ক্রিকেটের সব টুর্নামেন্টেই তাকে হোস্ট হিসেবে দেখা যায়।

কোর্টনি ফ্রিল: আমেরিকার গ্ল্যামারাস টিভি প্রেজেন্টার তিনি। কেটিএলএ টিভিতে নিউজ অ্যাংকর হিসেবে কাজ করছেন তিনি। এর আগে ফক্স নিউজে কাজ করতেন এই সুন্দরী।

জ্যাকি গুরেইডো: পুয়ের্তোরিকান টিভি হোস্ট ও ওয়েদার ফোরকাস্টার জ্যাকি গুরেইডো খুব আবেদনময়ী টিভি হোস্ট হিসেবেই পরিচিত।

পামেলা ডেভিড: আর্জেন্টাইন টিভি হোস্ট পামেলা ডেভিডকে অবশ্য সবচেয়ে আবেদনময়ী বলেই স্বীকার করেন অনেকে। প্লেবয় ম্যাগাজিনের আর্জেন্টিনা সংস্করণেও মডেল হয়েছেন তিনি।

লরা হুইটমোর: আইরিশ টিভি প্রেজেন্টার ও মডেল লরা হুইটমোর ইউরোপের খুব পছন্দের এক মুখ।

ক্রিস্টি জেন গ্যালাচের: স্কটিশ টিভি প্রেজেন্টার ক্রিস্টি জেন স্কাই স্পোর্টসে কাজ করছেন। সহজেই সবার নজর কাড়ার ক্ষমতা আছে তার।

মেলিসা থেউরিও: বিশ্বের সবচেয়ে সেক্সি ও সুন্দরী টিভি প্রেজেন্টার হিসেবে বেশ কয়েকবারই স্বীকৃতি পেয়েছেন ফ্রান্সের মেলিসা থেউরিও। শুধু তাই না, বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী ও সবচেয়ে সুন্দরী টিভি রিপোর্টার হিসেবেও স্বীকৃতি পেয়েছেন। দেশটির এম সিক্স টিভিতে হোস্ট হিসেবে কাজ করছেন মেলিসা।

তথ্যসূত্র: উইকিপিডিয়া, ডামি স্পোর্টস

 

ঢাকা/ফিরোজ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়