ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রাম নগরীর সড়কে কোরবানি না করার আহ্বান

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ১০ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রাম নগরীর সড়কে কোরবানি না করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর প্রধান সড়কে পশু কোরবানি না করার জন্য সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন।

কোরবানিকৃত পশুর বর্জ্য শতভাগ অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিতে এমন সিদ্ধান্ত বাস্তবায়নে মেয়র নগরবাসীর সহায়তা প্রত্যাশা করেছেন।

শনিবার নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠানের ঈদগাহ স্থল পরিদর্শনে যান তিনি। পরে ঈদের জামাতের প্রস্তুতি ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বলতে গিয়ে তিনি নগরবাসীর কাছে এই আহ্বান জানান।

মেয়র বলেন, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম গতিশীল ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে নগরীর ৪১ ওয়ার্ডকে চারটি সেলে ভাগ করে চার জন কাউন্সিলরকে সেল পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। তিনি নিজে কেন্দ্রীয়ভাবে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তদারক করবেন বলে জানান।

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/১০ আগস্ট ২০১৯/রেজাউল করিম/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়