ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের নির্বাচন দ্রুত দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ৮ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের নির্বাচন দ্রুত দেয়ার নির্দেশ

যত দ্রুত সম্ভব চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের নির্বাচনের ব‌্যবস্থা করতে শ্রম অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ লিখিতভাবে এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন ও অ্যাডভোকেট রাফসান আল আলভী।

এর আগে চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের নির্বাচন দ্রুত দেয়ার নির্দেশনা চেয়ে সংগঠনটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহমান সিকদার রিট দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, দুই বছর পর পর চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের নির্বাচন দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। সর্বশেষ ২০১৭ সালের ২৪ আগস্ট নির্বাচন হয়। সে হিসেবে গত ২৪ আগস্ট দুই বছর পার হয়ে গেছে। নির্বাচনের সময় পার হয়ে গেলেও বর্তমান কমিটির সভাপতি আবুল মনসুরসহ বর্তমান কমিটি নির্বাচন আয়োজনের পদক্ষেপ নেয়নি। 

এ নির্বাচনের ব‌্যবস্থা করার জন্য শ্রম অধিদপ্তরে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ৪৫ দিনের মধ্যে নির্বাচন করে দেয়ার সময়সীমা বেঁধে দেয় শ্রম অধিদপ্তর। এরপরও নির্বাচন না দেয়ায় দ্রুত নির্বাচনের ব‌্যবস্থা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সাবেক ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহমান সিকদার। রিটের শুনানি নিয়ে আদালত উক্ত আদেশ দেন।


ঢাকা/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়