ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চট্টগ্রাম বিমানবন্দরে নিষিদ্ধ ভায়াগ্রা উদ্ধার

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২১, ১৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রাম বিমানবন্দরে নিষিদ্ধ ভায়াগ্রা উদ্ধার

উদ্ধার করা ভায়াগ্রা, ওষুধ, শাড়ি ও থ্রি-পিস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা থেকে আসা এক যাত্রীর লাগেজ থেকে ৫৮০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সোমবার রাত ৯টার দিকে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা বঙ্কিম চন্দ্র ঘোষ নামে ওই যাত্রীর লাগেজ তল্লাশি করে এই ট্যাবলেট উদ্ধার করে। এ ছাড়া বিভিন্ন ধরনের ৪০০ পিস ওষুধ ও শাড়ি উদ্ধার করা হয়।

রাত ১১টার দিকে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত সাড়ে ৮টার দিকে বঙ্কিম চন্দ্র নামে এক যাত্রী কলকাতা থেকে ভিকিউ ৭২৮ নম্বর ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন। বন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় ওই যাত্রীর গতিবিধি শুল্ক গোয়েন্দাদের সন্দেহ হয়। পরে ওই যাত্রীর লাগেজ তল্লাশি করে ৫৮০ পিস নিষিদ্ধ ভায়াগ্রা, ৪০০ পিস বিভিন্ন ধরনের ওষুধ এবং বিপুল পরিমাণ শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করা হয়।

 

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/১৭ জানুয়ারি ২০১৭/রেজাউল/উজ্জল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়