ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

চট্টগ্রাম মেডিক্যালে ১১২ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৫, ২৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রাম মেডিক্যালে ১১২ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বর্তমানে ১১২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে গতকাল বুধবার সারাদিনে ২৩ জন নতুন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া একই দিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৫ জন ডেঙ্গু রোগী।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিপুটি ডিরেক্টর ডা. আখতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডিপুটি ডিরেক্টর ডা. আখতারুল ইসলাম জানান, সারা দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ শুরু হওয়ার পর গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭২৯ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬১৭ জন রোগী। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১২ জন। ভর্তি থাকা ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১০৩ জন প্রাপ্ত বয়স্ক এবং ৯ জন শিশু রয়েছে। এ পর্যন্ত ৭২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিলেও এখানে ডেঙ্গু আক্রান্ত কারো মৃত্যুর ঘটনা ঘটেনি। ভর্তির পর সবাই ক্রমান্বয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।


রাইজিংবিডি/চট্টগ্রাম/২৯ আগস্ট ২০১৯/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়