ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চট্টগ্রাম মেডিক‌্যালে ১৫ ডেঙ্গু রোগী ভর্তি

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ৩ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রাম মেডিক‌্যালে ১৫ ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নতুন করে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। একই দিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ ডেঙ্গু রোগী।

মঙ্গলবার চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা. আখতারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়,ডেঙ্গুর প্রকোপ শুরুর পর থেকে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত ৮১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ‌্যে অধিকাংশই সুস্থ  হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে হাসপাতালে ১০০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা. আখতার জানান, আট শতাধিক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেও তাদের কেউ এ হাসপাতালে মারা যাননি। বর্তমানে যারা চিকিৎসাধীন আছেন তারা সবাই সুস্থ হওয়ার পথে রয়েছেন। চিকিৎসাধীন রোগীর মধ্যে ৮৩ জন প্রাপ্তবয়স্ক এবং ১৭ জন শিশু।


রাইজিংবিডি/চট্টগ্রাম/৩ সেপ্টেম্বর ২০১৯/রেজাউল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়