ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

চট্টগ্রামে মালয়েশিয়ান এডুকেশন এক্সপো

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ৭ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে মালয়েশিয়ান এডুকেশন এক্সপো

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা অর্জনে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চট্টগ্রামে মেনটর'স আয়োজন করেছে মালয়েশিয়ান এডুকেশন এক্সপো-২০১৯।

চট্টগ্রাম রেডিসন ব্লু'র বে ভিউ হোটেলের মেজবান হলে শনিবার উদ্বোধন হয়েছে এই শিক্ষা মেলা। মেলায় মালয়েশিয়ার টপ র‌্যাঙ্ককিং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিনিধি স্টল খোলা হয়েছে। স্টলগুলোতে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি, যোগাযোগ, আবাসনসহ নানান তথ্য রয়েছে। এক ছাদের নিচে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্য পাওয়ার ফলে আগ্রহীদের সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন ফিতা কেটে এডুকেশন এক্সপো-২০১৯ এর উদ্বোধন করেন। সেখানে তিনি বলেন, উচ্চ শিক্ষা অর্জনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য কয়েক বছর ধরে আয়োজকরা এই মেলা আয়োজন করে আসছে। মালয়েশিয়ার শীর্ষে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন তথ্য এখান থেকে শিক্ষার্থীরা সহজে সংগ্রহ করতে পারবে। সাধ ও সামর্থ্য থাকা চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য এই মেলা কার্যকর এবং সহায়ক ভূমিকা পালন করবে বলে মতামত ব্যক্ত করেন সিটি মেয়র।

মেলায় আয়োজকদের পক্ষে মিসেস মানজুমা মোরশেদসহ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/০৭ সেপ্টেম্বর ২০১৯/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়