ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চট্টগ্রামে লাইটার শ্রমিকদের ধর্মঘট

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৯, ১১ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে লাইটার শ্রমিকদের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : নতুন কাঠামোতে বেতন-ভাতার দাবিতে চট্টগ্রামে ধর্মঘট পালন করছে লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়ন।

শনিবার সকাল থেকে সংগঠনের আহ্বানে এই ধর্মঘট চলছে। ফলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের মাদার ভেসেল থেকে পণ্য খালাস ও পরিবহন বন্ধ রয়েছে।

চট্টগ্রাম লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাত হোসেন বলেন, নতুন কাঠামোতে বেতন-ভাতা জাহাজ মালিকরা কার্যকর না করায় এই ধর্মঘট পালন করা হচ্ছে। যেসব জাহাজ মালিক গেজেট মতে নতুন কাঠামোতে বেতন-ভাতা কার্যকর করেছেন, তাদের জাহাজ ধর্মঘটের আওতামুক্ত রয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন স্থানে চলাচলরত ৮০০ জাহাজ মালিকের দেড় হাজার লাইটার জাহাজ রয়েছে। এসব জাহাজের মধ্যে ৩০-৩৫ জন জাহাজ মালিক নতুন কাঠামোতে বেতন ভাতা কার্যকর করেছেন। কিন্তু অধিকাংশ জাহাজ মালিক নতুন কাঠামোতে বেতন-ভাতা কার্যকর করেননি। ফলে শনিবার থেকে ধর্মঘট পালন করা হচ্ছে।

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/১১ ফেব্রুয়ারি ২০১৭/রেজাউল/উজ্জল/এএন     

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়