ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামে সব বর্জ্য অপসারণ

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ১২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে সব বর্জ্য অপসারণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের সরাসরি মনিটরিংয়ে রাত ৮টার মধ্যে নগরীর সব এলাকার কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। মেয়র সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা ঘুরে বর্জ্য অপসারণ পর্যবেক্ষণ করেন।

মেয়র বলেন, প্রধান সড়কে বিকেল ৫টার মধ্যে এবং অলিগলির বর্জ্য রাত ৮টার মধ্যে অপসারণ করা হয়েছে। সন্ধ্যায় নগরীর বিভিন্ন এলাকা ঘুরে কোরবানির বর্জ্য পরিষ্কারের বাস্তব চিত্র পরিলক্ষিত হয়েছে।

সিটি মেয়র বলেন, এবার যেহেতু ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, সেজন্য তারা বর্জ্য অপসারণ কার্যক্রমে আলাদা সতর্কতা অবলম্বন করেছেন। কোথাও যাতে বর্জ্য বা পানি জমে না থাকে, সেই ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

দ্রুত সময়ের মধ্যে শতভাগ বর্জ্য অপসারণ করায় পরিচ্ছন্নকর্মীদের ধন্যবাদ জানান মেয়র।


রাইজিংবিডি/চট্টগ্রাম/১২ আগস্ট ২০১৯/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়