ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

৯ উইকেটে হারল বাংলাদেশ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ২২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৯ উইকেটে হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : ক্রাইস্টচার্চ টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে আজ ব্যাটিংয়ে নামে বাংলাদেশ

 

ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয় সঙ্গী হয় বাংলাদেশের। ইনিংসের শেষ পর্যন্ত এ বিপর্যয় এড়াতে না পারায় মাত্র ১৭৩ রানেই অলআউট হয় সাকিব-তামিমরা। এতে দ্বিতীয় ইনিংস শেষে মাত্র ১০৮ রানের পুঁজি পায় টাইগাররা। ক্রাইস্টচার্চে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ১০৯ রানের লক্ষ্য নির্ধারণ হয় নিউজিল্যান্ডের।

 

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় নিউজিল্যান্ড। ফলে ক্রাইস্টচার্চে একদিন বাকি থাকতেই ৯ উইকেটে জয় পায় স্বাগতিকরা। আর এ ম্যাচে হারের ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

 

নিউজিল্যান্ড স্কোর: ১৮.৪ ওভারে ১১১/১ রান। 


বাংলাদেশ স্কোর: ৫০ ওভারে বাংলাদেশ ১৭৩/১০; তাসকিন আহমেদ (৩৩), মিরাজ (৪) নাজমুল হোসেন শান্ত (১২), নুরুল হাসান (০), সাব্বির রহমান (০), মাহমুদউল্লাহ (৩৮) সাকিব আল হাসান (৮), সৌম্য সরকার (৩৬), তামিম ইকবাল (৮)।


 

রাভালকে ফেরালেন রাব্বী:  দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানলেন কামরুল ইসলাম রাব্বি। কিউই ওপেনার জিৎ রাভালকে সরাসরি বোল্ড করে ৩৩ রানে প্যাভলিয়নে পাঠান রাব্বি।

 

ব্যাটিংয়ে নিউজিল্যান্ড: দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১০৯ রানের লক্ষ্যে ব্যাট করছে নিউজিল্যান্ড। দিনের খেলা শেষ হতে এখনও ১৯ ওভার বাকি। ব্যাটিংয়ে দৃঢ়তা ও আক্রমনাত্মক ভাব থাকলে আজই কাঙ্খিত লক্ষ্যে পৌছে যেতে পারে স্বাগতিকরা।

 

১৭৩ রানে অলআউট বাংলাদেশ: রুবেল হোসেনকে ফিরিয়ে বাংলাদেশকে ১৭৩ রানে গুটিয়ে দেন টিম সাউদি। রুবেলকে গ্লাভসবন্দি করেন উইকেটরক্ষক বিজে ওয়াটলিং। ৭ রান করে ফিরেন রুবেল। অন্যদিকে ক্যারিয়ার সেরা ২৫ রানে অপরাজিত থাকেন কামরুল ইসলাম রাব্বী।

 

বোল্টের বলে বোল্ড তাসকিন: কামরুল ইসলাম রাব্বীর সঙ্গে বিপদজনক হয়ে উঠা তাসকিন আহমেদকে ফেরালেন ট্রেন্ট বোল্ড। সাজঘরে ফেরার আগে ৩০ বলে ৩৩ রান করেন তাসকিন।

 

তাসকিন-রাব্বীর সেরা জুটি: টপঅর্ডার ও মিডলঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পর লো অর্ডারে বাংলাদেশের হয়ে কিছুটা প্রতিরোধ গড়েন বোলার তাসকিন আহমেদ ও কারুল ইসলাম রাব্বী। এই দুই পেসার মিলে আজকের ম্যাচের সেরা পার্টনারশীপ গড়েছেন। সৌম্য ও মাহমুদউল্লাহ মিলে এর আগে সর্বোচ্চ ৪১ রানের জুটি গড়েছিলেন। তাদের ছাড়িয়ে তাসকিন ও রাব্বী আজকের ম্যাচের সর্বোচ্চ ৫০ রানের জুটি গড়েন।

 

হতাশ করলেন মিরাজও: দলের বিপর্যয়ের সময়ও হাসেনি মেহেদী হাসান মিরাজের ব্যাট। অন্যদের মতো উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন তিনিও। ট্রেন্ট বোল্টের করা ৪৪ তম ওভারেরর শেষ বলটি স্লিপে থাকা টম লাথামের হাতে ক্যাচ দিয়ে মাত্র ৪ রান করে প্যাভলিয়নে ফিরে যান মিরাজ।

 

শান্তকে ফেরালেন বোল্ট: ক্রিজে প্রতিরোধ গড়ার জন্য দারুণ প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। শেষপর্যন্ত ট্রেন্ট বোল্ডের স্লেয়ার ডেভিলভারীতে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। সাজঘরে ফেরার আগে ৬০ বল মোকাবেলায় ২টি চারের সাহায্যে ১২ রান করেন তিনি।

 

১০০ রানেই ৬ উইকেট নেই: দ্বিতীয় ইনিংসে দলীয় ১০০ রানে পৌছতেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সাব্বিরের শূন্য রানে ফেরার পর চা পানের বিরতিতে যায় দু’দল। বিরতির পর মাঠে নেমেই শূন্য রানে সাজঘরে ফেরেন নুরুল হাসান সোহান। ওয়াগনারের বাউন্সার লেগ সাইডে কাট করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেন সোহান।

 

শূন্য রানেই ফিরলেন সাব্বির:  মাত্র শূন্য রানেই সাজঘরে ফেরে দলকে আরও বিপর্যয়ে ঠেলে দিলেন বাংলাদেশের হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। ৩৭ ওভারের দ্বিতীয় বলে ওয়াগনারের বলে বিজে ওয়াটলিংয়ের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানেই সাজঘরে ফেরেন সাব্বির।

 

ওয়াগনারের বলে বোল্ড মাহমুদউল্লাহ: বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় রোধে তেমন কোনো ভূমিকা রাখতে পারেননি মাহমুদউল্লাহও। ইনিংসের ৩৪তম ওভারের তৃতীয় বলে নেইল ওয়াগনারের অফ স্ট্যাম্পের বল কাট করতে গেলে তা ব্যাটের কোনায় লেগে স্ট্যাম্পে আঘাত করে। ওয়াগনারের শিকার হওয়ার আগে ৬৭ বলে ৩৮ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ।

 

সাউদির ২০০ টেস্ট উইকেট: সাকিব আল হাসানকে আউট করে ২০০ টেস্ট উইকেটের মাইলফলক ছুঁয়েছেন টিম সাউদি। নিউজিল্যান্ডের পঞ্চম বোলার হিসেবে ২০০ টেস্ট উইকেট পেলেন তিনি। ৫৬ টেস্টে ২০০ উইকেট নিয়ে সাউদি নিউজিল্যান্ডের দ্বিতীয় দ্রুততম। দ্রুততম’র কীর্তিটি স্যার রিচার্ড হ্যাডলির (৪৪ টেস্টে)।

দলকে চাপে ফেলে গেলেন সাকিব: মুখোমুখি প্রথম দুই বলেই আউট হয়ে যেতে পারতেন সাকিব। কিন্তু ভাজ্ঞগুনে বেঁচে যান। তবে বাঁহাতি ব্যাটসম্যান আউট হতে বেশি সময় নেননি। সাউদির অফ স্টাম্পের বাইরের একটি বলে ক্যাচ দিয়েছেন ব্যাকওয়ার্ড পয়েন্টে ডি গ্র্যান্ডহোমের হাতে (৭ বলে 8)। সৌম্যর পর দ্রুত সাকিবের উইকেট হারিয়ে তখন চাপে বাংলাদেশ।

সৌম্যর বিদায়ে ভাঙল প্রতিরোধ: দলের ১৭ রানে তামিম ইকবালের বিদায়ের পর তৃতীয় উইকেটে মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন সৌম্য সরকার। দুজনে দলের স্কোর পঞ্চাশ পার করেন। কিন্তু কলিন ডি গ্র্যান্ডহোমের অফ স্টাম্পের বাইরের একটি বলে গালিতে জিত রাভালকে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য (৩৬)। বাংলাদেশের স্কোর তখন ২ উইকেটে ৫৮।

প্রথম সেশনে তামিমের উইকেট: চতুর্থ দিনের প্রথম সেশনে নিউজিল্যান্ডকে অলআউট করার পর তামিম ইকবালকে হারায় বাংলাদেশ। লাঞ্চে যাওয়ার সময় সফরকারীদের স্কোর ১ উইকেটে ২০। তখনো বাংলাদেশ পিছিয়ে ৪৫ রানে।

শর্ট বলে আউট তামিম: অধিনায়কত্বের টেস্টে দুই ইনিংসের একটিতেও দুই অঙ্ক ছুঁতে পারলেন না তামিম ইকবাল। প্রথম ইনিংসে টিম সাউদির বলে আউট হওয়ার আগে করেছিলেন ৫। দ্বিতীয় ইনিংসে ৮ রান করে আউট হলেন ওই সাউদির বলেই। শর্ট বলে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে মিচেল স্যান্টনারের হাতে ধরা পড়েন বাঁহাতি ব্যাটসম্যান।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৬৫ রানের লিড: চতুর্থ দিনে হেনরি নিকোলসের দারুণ ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৬৫ রানের লিড পায় নিউজিল্যান্ড। বাংলাদেশের ২৮৯ রানের জবাবে নিউজিল্যান্ড অলআউট হয় ৩৫৪ রানে। চতুর্থ দিন শেষ ৩ উইকেটে ৯৪ রান যোগ করে স্বাগতিকরা। 

সোহানের দারুণ রানআউটে অলআউট নিউজিল্যান্ড: সাকিবের বল স্কয়ার লেগে ঠেলে দুই রান নিতে গিয়েছিলেন নিল ওয়াগনার। তবে দ্বিতীয় রান নেওয়ার সময় তাকে দারুণভাবে রানআউট করেন উইকেটকিপার নুরুল হাসান সোহান। উইকেটের অনেকটা সামনে এগিয়ে গিয়েছিলেন তরুণ উইকেটকিপার। ফিল্ডারের থ্রো আসার পর তিনি পেছনে ফিরে তাকাননি, বল ছুড়ে ভেঙে দেন স্টাম্প।

টিভি রিপ্লেতে দেখা যায়, বল স্টাম্প ভাঙার সময় বেশ ভেতরেই ছিলেন ওয়াগনার। কিন্তু ব্যাট মাটিতে ছোঁয়াননি, দুই পাও ভেসে ছিল শূন্যে, রানআউট। শেষ ব্যাটসম্যান হিসেবে ওয়াগনার আউট হন ২৬ রান করে। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে যায় ৩৫৪ রানে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন সাকিব আল হাসান। দুটি করে উইকেট জমা পড়ে মেহেদী হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বির ঝুলিতে।

মিরাজের বলে সেঞ্চুরি-বঞ্চিত নিকোলস: সকাল থেকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে লিড এনে দেন হেনরি নিকোলস। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দিকেও এগিয়ে যাচ্ছিলেন তিনি। তবে বিপজ্জনক হয়ে ওঠা বাঁহাতি ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। অফ স্টাম্পের বাইরের বল ডাউন দ্য উইকেটে এসে খেলতে চেয়েছিলেন নিকোলস, কিন্তু বল তার ব্যাটের কানা ছুঁয়ে আঘাত হানে স্টাম্পে। ১৪৯ বলে ১২টি চারে ৯৮ রান করেন নিকোলস। নিউজিল্যান্ডের স্কোর তখন ৯ উইকেটে ৩৪৩।

রিভিউ নিয়ে বাঁচলেন ওয়াগনার: তাসকিন আহমেদের বল নিল ওয়াগনারের পেডে লাগায় এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান ওয়াগনার। বলের সামান্য অংশ লেগ স্টাম্পের বাইরে পড়ায় বদলায় আম্পায়ারের সিদ্ধান্ত।

আবার তাসকিনের বলে ক্যাচ মিস: দ্বিতীয় নতুন বলে নিজের দ্বিতীয় ওভারেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ।  গালিতে নিল ওয়াগনারের সহজ ক্যাচ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। ইনিংসের তাসকিনের বলে দ্বিতীয়বার ক্যাচ ছাড়লেন কোনো ফিল্ডার।

নিউজিল্যান্ডের তিন শ পার: দ্বিতীয় নতুন বল নেওয়ার আগের ওভারে কামরুল ইসলাম রাব্বির বলে টানা দুই চার হাঁকান নিকোলাস। তাতে তিন শ পেরিয়ে যায় নিউজিল্যান্ডের স্কোর।

নিউজিল্যান্ডের লিড: বাংলাদেশের চেয়ে ২৯ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করেছিল নিউজিল্যান্ড।  সকালে টিম সাউদির উইকেট হারিয়ে প্রথম ইনিংসে লিড নেয় কিউইরা। ৭৯তম ওভারে সাকিবের বল নিল ওয়াগনারের পায়ে লেগে চার হওয়ার সময় বাংলাদেশের ২৮৯ রান পেরিয়ে যায় স্বাগতিকরা।

সাউদিকে ফেরালেন সাকিব: দিনের তৃতীয় ওভারে রাব্বির বলে সাউদির ক্যাচ ফেলেছিলেন মিরাজ। তবে দ্বিতীয়বার আর ভুল করেননি তিনি। ষষ্ঠ ওভারে সাকিবের বলে শর্ট এক্সট্রা কভারে সাউদির (১৭) ক্যাচ তালুবন্দি করেন মিরাজ। নিউজিল্যান্ডের স্কোর তখন ৮ উইকেটে ২৮৬।

ক্যাচ ফেললেন মিরাজ:  দিনের তৃতীয় ওভারেই উইকেট পেতে পারতো বাংলাদেশ। কিন্তু কামরুল ইসলাম রাব্বির বলে স্লিপে টিম সাউদির ক্যাচ ফেলেন মেহেদী হাসান মিরাজ। সাউদির রান তখন ১৫।

তৃতীয় দিনের খেলা বৃষ্টিতে ভেসে গিয়েছিল। ঘাটতি পুষিয়ে নিতে চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু উইকেট ভেজা থাকায় সেটি সম্ভব হয়নি। খেলা শুরু হয় স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় ভোর ৪টা)। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৮৯ রানের জবাবে নিউজিল্যান্ড দ্বিতীয় দিন শেষ করে ৭ উইকেটে ২৬০ রানে। হেনরি নিকোলস ৫৬ ও টিম সাউদি ৪ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেন।

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৭/পরাগ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়